বউ ঠকানো ট্রিকস

7 0 0
                                    

বৌঃ দেখো, পাশের বাড়ির সাব্বির একটা ৫০ ইঞ্চির টিভি
কিনেছে,
তুমিও একটা কিনে আনো?
স্বামীঃ প্রিয়তমা, যার কাছে তোমার মতো সুন্দরী বৌ আছে সে
কেন ফালতু টিভি দেখে সময় নষ্ট করবে ??
বৌঃ ওহ, তুমি না,
যাই তোমার জন্যে খাবার নিয়ে আসি !
২য় দিন :
বৌ: হ্যাঁ গো, তুমি আমার জন্মদিন কি করে ভুলে গেলে ?
স্বামী : কি করে তোমার জন্মদিন মনে রাখি,
তোমাকে দেখে মনেই হয় না, তোমার এত বয়স বেড়ে গেছে
বৌ: সত্যি ?
যাই, একটু স্পেশাল চা করে আনি !!
৩য় দিন :
স্বামী-স্ত্রী তে ঝগড়া চলেছে
বৌ: আমি পুরো ঘর সামলাই,
রান্নাঘর সামলাই,
বাঁচ্চাদের সামলাই..
তুমি কি করো ?

স্বামী : আমি নিজেকে সামলাই,
তোমার নেশা ধরানো চোখ দু'টো দেখে
চোখ নয় যেন দুটি শুক তারা
পলকে পলকে হয়ে যাই দিশহারা
ভ্রু দুটি কৃষ্ণ গোলাপের পাপড়ি
মন কেড়ে নেয় দিবা শর্বরী

বৌ: (লাজুক চোখে ) তুমি না একটা, খুব দুষ্টু

One Shot StoriesΌπου ζουν οι ιστορίες. Ανακάλυψε τώρα