একটি মিথ‍্যা কথা

7 0 0
                                    

'স্বামীকে পরিক্ষা করার জন‍্যে বাসর রাতে মেয়েটি বলেছিলো।

'আমার Boyfriend আছে।
আপনি আমাকে স্পর্শ করবেন না। যদি করেন চিল্লাচিল্লি করবো কিন্তু।

'ওহ চিন্তা করবেন না। আমি আপনাকে কিচ্ছুি করবোনা। আপনি ঘুমান?

'স্বামীর কথায় মেয়েটি বুঝতে পারল তার স্বামী সত্যি
অনেক ভালো। তাই ভাবল ১/২ মাস তার সঙ্গে এমন করবেপরবর্তীতে সব খুলে বলবে।

'সত‍্যি আপনি আমার কাছে আসবেন না।
নাকি আমি ঘুমাইলে আসবেন।

'নাহ কাছে যাবোনা।
আপনার ঘুমান।

'স্বামীর কথায় মেয়েটি বেশ খুশি হল এবং সঙ্গে-সঙ্গে
ঘুমিয়ে গেল। পরের দিন সকাল বেলায় চিল্লাচিল্লির আওয়াজে তার ঘুম ভেঙ্গে গেল।
তারা-তারি উঠে বাহিরে আসল।

এসেই দেখে তার বাবা -মা চিল্লাচিল্লি কলতেছে।মেয়েটি তাদের কাছে গিয়ে জিঙ্গেস করল কি হয়েছে।

'কথাটি বলার সঙ্গেই বাব-মা ঠাসসস করে ৪-৫টি থাপ্পড় দিয়ে বলতেছে। কুত্তার বাচ্ছা অন‍্য কোথাও সম্পর্ক আছে আমাদের বলিশনি কেনো।
তোকে সেখানেই বিয়ে দিতাম।
কিন্তু তুই বিয়ের পরে এই কথা তোর স্বামী কে
বললি কেনো।

'বলছি তো কি হয়েছে।

'সে আজ তকে সকাল বেলাই ডিভোর্স দিয়েছে
এইনে ডিভোর্স পেপার।

'কথাটি শোনা মাত্রই মেয়েটি সেখানে
মাথা ঘুড়ে পরে যায়।

'আসলেই আমাদের এমন কিছু কর যাবেনা। যার জন‍্যে
পরবর্তীতে পস্তাতে হয়।
এই জন‍্যে হয়তো আল্লাহ্ বলেছে মিথ্যা কথা থেকে সব সময় দুরেই থাকো।



One Shot StoriesWhere stories live. Discover now