ছোট হরর গল্প

13 0 0
                                    


১। আমি আমার খাটের নিচে একটি লাশ পেলাম। ব্যাপারটা অদ্ভুত, কারণ আমি দুটো লাশ লুকিয়ে রেখেছিলাম!

২।আমার ফোনের গ্যালারিতে ঘুমন্ত আমি'র একটা ছবি আছে। অথচ আমি একা থাকি!

৩।শেষ যেটি দেখলাম তা হল, ঘড়িতে ১২.০৭ বাজছে আর ভয়ংকর সেই মেয়েটি তার লম্বা নখগুলো আমার বুকের ভেতর ঢুকিয়ে দিয়েছে, আর অন্য হাত দিয়ে আমার মুখ চেপে ধরেছে। আমি চিৎকার দিয়ে জেগে উঠে কিছুটা স্বস্তি পেলাম, "স্বপ্ন ছিল"। কিন্তু ঘড়িতে তাকিয়ে দেখলাম ১২.০৬ বাজছে, সঙ্গে সঙ্গে দরজা খোলার আওয়াজ পেলাম!

৪।কাচে নক করার শব্দ শুনতে পাচ্ছি অনেকক্ষণ ধরে। জানালা গুলো ভাল করে চেক করে দেখলাম। ভাল করে শুনতে গিয়ে বুঝলাম আওয়াজটা ড্রেসিং টেবিলের আয়না থেকে আসছে।

৫।তুলির মা ছাদ থেকে ডাক দিলেন, "কাপড়গুলো নিয়ে যা, বৃষ্টি আসছে!" তুলি ছাদের দিকে যেতেই তার মা খপ করে হাত ধরে ফেললেন। ভয়ার্ত গলায় বললেন, "ছাদে যাস না, ডাকটা আমিও শুনেছি!"

৬।জাফর সাহেব তার মেয়ে মিতুকে গুড নাইট জানিয়ে চলে যাওয়ার সময় মিতু বলল,বাবা আমার খুব ভয় করছে, খাটের নিচে ভুত লুকিয়ে আছে। জাফর সাহেব মুচকি হাসলেন,মেয়ের ভয় ভাঙানোর জন্যে খাটের নিচে তাকিয়ে দেখলেন অবিকল তার মেয়ের মত একটি মেয়ে বসে আছে,নিচ থেকে মেয়েটি বলল,বাবা,খাটের উপর কে জানি শুয়ে আছে!

৭। আমার বিড়ালটা সব সময় আমার দিকে এক নজরে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতো। একদিন আমি ভালো করে লক্ষ্য করলাম, আসলে সে আমার দিকে নয়। আমার মাথার ঠিক পিছনে কারো দিকে তাকিয়ে থাকে।

৮। এখন মাঝরাত। পুরো বাড়িতে আজ একা আমি। হঠাৎ ছোট বাচ্চার কান্নার শব্দে ঘুম ভেঙ্গে গেলো। কিন্তু আমার বাড়িতে তো কোনো ছোট বাচ্চা নেই!

৯। পৃথিবীর সর্বশেষ মানুষটি তার রুমে বসে আছে। হঠাৎ দরজায় কে যেন নক করলো!

১০। রাত তখন পৌনে ২টা। আপনি নিজের ঘরে ঘুমিয়ে আছেন। হঠাৎ আপনার বাবা-মা আপনাকে ঘুম থেকে ডেকে বললো যে আপনাদের এক আত্মীয় নাকি হঠাৎ অসুস্হ্য হয়ে হাসপাতালে রয়েছেন। এখন আপনার বাবা-মাকেও হাসপাতালে যেতে হবে। এরপর তারা আপনাকে বাড়িতে একা রেখেই হাসপাতালে চলে গেলেন। আপনি তাদের বিদায় দিয়ে ঘরে তালা দিয়ে স্বাভাবিক ভাবেই একা বাড়িতে রইলেন। যেই ঘুমাতে যাবেন হঠাৎ আপনার বাবা-মায়ের ঘরে আলো দেখে আপনি আলো নিভাতে তাদের ঘরে গেলেন। গিয়ে দেখলেন যে আপনার বাবা ঘরেই ঘুমিয়ে রয়েছেন। আপনি ঘরে ঢুকতেই তারা আপনার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রইলো। কিন্তু আপনার বাবা-মা তো মাত্রই আপনাকে ঘরে একা রেখে হাসপাতালে চলে গিয়েছে। তাহলে খাটে যারা শুয়ে আপনার দিকে তাকিয়ে আছে তারা কারা!!

One Shot StoriesМесто, где живут истории. Откройте их для себя