CHAPTER 11 : HELP

27 3 1
                                    

"Hello..."

"Hello, Rup?" I said over the phone.

"হ্যা বল...কি ব্যাপার আজ এতদিন বাদে ফোন করলি? বয়ফ্রেন্ড কে টাইম দিতে দিতে আমার কথা মনে পরলো তবে?"
(Yeah say...What happened today after these many days you have called me? Did you finally remember me after giving so much time to your boyfriend?)

"আরে না রে সেসব কথা নয়। একটা জরুরী ব্যাপার ছিল র তোকে খুব প্রয়োজন।"
(Ah no no, that's not the case. It's a very important matter and I need your help)

"হ্যা রে, আজকাল লোকে প্রয়োজন না হলে এমনিও আমাকে চেনে না। তুই বল কি দরকার। দেখি যা পারি সাহায্য করার চেষ্টা করবো।"
(Right...Actually no one even remembers me if there's no need of me anyways. You say, what need is there. I'll try my best)

"এরম বলিস না রে, বন্ধুই তো বন্ধুর অসময় কাজে লাগে। আর তুই তো শুধু আমার ব্যাবহার এর বন্ধু নস, অনেক পুরনো বন্ধু আমরা। তাই তোকে ভরসা করে মনে হলো যে কথা বলি।"
(Please don't say like that, a friend in need is a friend indeed. And you are not my 'usable' type friend. We are much old friends. So I felt I could trust and tell you everything)
I said being slightly hurt at his tone of speaking and him showing some frustration and depression through his words. His life never was easy and isn't now too. He told ne little about his ups and downs in life but didn't make anything clear. He kinda avoids speaking to me.

"হ্যা অবশ্যই আমরা সাধারণ বন্ধু ত নই। অনেক পুরনো সম্পর্ক আমাদের..."
(Yeah absolutely, we are not ordinary friends. Our relationship is quite old.)
Rup said but I'd lie if I say I didn't catch a hint of his previous wounds through his words.

I guess the past is still fresh in his mind. Afterall I know, forgetting someone after loving is impossible.

"কী হয়েছে রে তোর? তোর কোথায় আমার মনে হচ্ছে তুই অন্য কিছু বলতে চাইছিস।"
(What's the matter with you? From your words it seems like you are trying to say something else.)

"না না, কি আবার হবে? একসময় যা দরকার ছিল সেটা টা তো আর পাইনি, তাই সেই ক্ষত আজও ভরে উঠতে পারেনি। এই আরকি।"
(No no, what can happen? Something that I once needed I didn't get, so those wounds couldn't recover till date. That's it.)

Rup said clearly indicating to the events from years ago. Regarding me.

I sighed, "আমি বুঝতে পারছি তুই কোন বিষয়টার কথা বলার চেষ্টা করেছিস কিন্তু রূপ দেখ, আমি কিন্তু কিছুই জানতাম না সেই সময়, আর তুইও তো-"
(I can understand which topic you are trying to talk about but Rup see, I did not know anything at that time and you also-"

"থাক গৌরব, থাক। সেই কথা আজ আর তুলে আনতে হবে না। এগুলো আমার বলতে ভালো লাগে না কিন্তু তবুও একটা কথা শোন, যখন আমরা কলেজ এ ছিলাম, আমাদের মধ্যে যা যা কথা হতো, যা যা ঘটনা ঘটতো, বা যা কিছুই হতো, সেগুলো থেকে আমার মনের কথা টা তুই যদি সত্যি না বুঝতে পেরে থাকিস, তাহলে আমি বলবো নয়তো তুই একটা বিরাট বড় আস্ত গাধা আর টা নাহলে তুই কোনোদিন মনের ভাব বুঝতেই পারিস না।"
(It's ok Gourab, it's ok. You don't need to bring that topic now. I don't like to say these but still listen, when we were in college, between us all the talks, all the things that happened, or whatever that happened in general, if you couldn't make out what was in my mind, then I'd say either you are seriously a dumbass or you can never understand any feelings.)
Rup alleged me. I was a little hurt at his illogical words because he was wrong in both cases.

"আর যদি বলি দুটোর মধ্যে কোনোটাই নয়?"
(And what if I say none between the two?)

"মানে?"
(Means?)

"মানে তুই তো একটা অভিযোগ যা মুখে আসলো আমার ওপর লাগিয়ে দিলি। আর আমি যদি বলি যে তোর ওই দুটো অপশন এর মধ্যে কোনোটাই নয় তাহলে? শোন রূপ, তোর মনের কথা আমার সেই অর্থে না বোঝার কারণ হলো যে তোকে আমি কোনোদিন ওই নজর এ দেখিইনি। তোকে আমি সবসময় একটা খুব কাছের বন্ধু হিসেবে মানতাম। কোনোদিন ওই ভাবে আমি তোকে দেখিনি। তুই যে আমাকে সামান্যতমও ভালো বাসিস, সেটা আমি দেখিনি কারণ আমি তোকে কোনোদিন ভালোবাসার অর্থে দেখিনি। তুই সেই দিন রেস্টুরেন্ট এর আগে কোনোদিন আমায় কিছু জানাসও নি, কিছু বলিসওনি। আর যদি রয়ে যায় মনের ভাব একেবারেই আমার না বুঝতে পারাটা, তাহলে আমি এটলিস্ট এত্ত গুলো বছর কেশব এর সঙ্গে সম্বন্ধে থাকতে পারতাম না। ওও জানে আমি ওকে কতটা ভালো বাসি, আমিও জানি ও আমাকে কতটা ভালো বাসে। তাই তোর দুটো কথাই নিরর্থক হয়ে যায়। দেখ ভাই আমরা কিন্তু আজও সেই বন্ধুই আছি, তাই তোর সঙ্গে আমার এতটুকু ইচ্ছা নেই সম্পর্ক নষ্ট করার। তাই ভাই এরম করিসনা। আমি অনেক বিপন্ন হয়ে আজ ফোন টা করেছি, আর আমার কাছে বেশি সময়ও নেই।"
(I mean, you put an allegation on me. And what if I say that you are wrong in both of those two options? Listen Rup, the reason I don't understand your mind in that sense is because I have never seen you in that way. I always considered you as a very close friend. I have never seen you like that. I didn't see that you loved me in the slightest because I never saw you in the sense of love. You never told me anything before the restaurant that day too. And if it remains that I do not understand feelings at all, then I would not have been able to stay in a relationship with Keshav for so many years. He knows how much I love him, and I know how much he loves me. Then both of your options have become meaningless. Look, we are still those intimate friends, so I don't want to spoil the relationship between us. So don't do this bro. I called today out of so much desperation, and I don't have much time)

I spoke up everything that had not been made clear to him previously. There was a moment of silence between us two and I could feel that he was trying to comprehend all that I told him just now.

"Sorry" I heard from the other side of the phone.

"Sorry আমি খুব ভুল বলে ফেলেছি।"(I've talked really wrong) There was a clear hint of regret and pain in his voice.

"It's ok Rup. But now please help me out." I pleaded.

"হ্যা বল বল, কেশব আর তোর মধ্যে সব ঠিকাছে তো?"
(Yeah say say, is everything fine between you and Keshav?) He asked.

"হ্যা আমাদের মধ্যে সম্পর্ক টা তো ঠিকই আছে, কিন্তু কতদিন থাকবে তা জানি না।"
(Yes the relationship between us is fine but can't assure how long it will remain the same.) I told him.

"মানে? কি হয়েছে? শোন আমি কিন্তু চাই তোর আর কেশবের মধ্যে সব ঠিক থাকুক।"
ক "
(Why? What happened? Listen I want everything between you ans Keshav to remain good) He said.

"আজ সেই সম্পর্কই যে বিপন্ন"
(Today that relationship is in danger.)

I'm Lesbian, My Husband's GayWhere stories live. Discover now