স্বপ্নের রঙ নীল

31 2 0
                                    


তোমায় পাঠাব বলে সাজিয়েছিলাম চিঠির তাড়া,

পুরানো সেই দিনের ঝড়ে উড়ে গেছে আজ ওরা।

ঝড়ের দীর্ঘ নিশ্বাসের সাথে মিলিয়ে গেছি আমি,

আজ মনে হয় ছেলেবেলাটাই সবচাইতে দামী।

কোকিলের কুহুরব, মাছরাঙ্গার ঝুপ,

শহরের কোলাহলে আজ সবাই চুপ।

পাল আজ ছিঁড়ে গেছে, বাইবে না উজান,

সুজনমাঝির ভরসা শুধু ভাটিয়ালি গান।

আজ জ্যোৎস্না রাতে কেও খোঁজেনা শালবন,

মনে আর সাড়া দেয় না মাতাল সমীরণ।

মানুষ আজ হারিয়ে গেছে বিশ্বায়নের ঝড়ে,

আধুনিকত্বের আগুনে আজ সতীত্ব পোড়ে।

হঠাৎ নীরার জন্য যদি কেঁদে ওঠে কবির মন,

জগৎ হাসে অট্টহাস্য, 'ওরে। ও দিবাস্বপন'।

কবিত্ব আজ অসহায় পথ, বেকুব মানুষের,

প্রেমিক এখন শুধুই কামুক, প্রেম শুধু শরীরের।

হাজার আলোর বাতির পিছেও জমানো অন্ধকার,

সূর্য অস্ত গেলেও প্রদীপের পড়েনা দরকার।

তবু আজও কেও কাঁদে, ফেলে চোখের জল,

পৃথিবীতে এখনও ফলে পাকা সোনার ফসল।

দিনের শেষে ঘুমের দেশে জমায় ওরা পাড়ি,

স্বপ্ন দেখে দূর বিদেশে জলপরীদের বাড়ি।

মরণ বাঁচন স্নিগ্ধ সমীর রক্তের রঙ লাল,

আকাশে আজ ছড়িয়ে গেছে বেণীল ভেজাল।

স্বপ্নমদির নেশায় নেশায় জাগায়না মাদকতা

স্বপ্নেও কি মিশে গেছে নীল বিপন্নতা?

আকাশটাও কি ওই বিষেতেই ধরেছে রঙ নীল?

ওই বিষেতেই মরছে শকুন, কাতরাচ্ছে এক চিল।

শকুন আজ জন্মান্তরে, ধরেছে অন্য রূপ

অমানুষতার নামে তাই সবাই আজ চুপ।

তবু আছে কোথাও গুপ্তধন, ধারাগোলের মাঝে,

খুঁজছে মানুষ পাগলপারা, তারে সকাল সাঁঝে।

বিবেক আজ হারিয়ে গেছে, আছেন বিবেকানন্দ,

নতুন বিশ্ব খুঁজছে এক নব জীবনের ছন্দ।

গাইছে মানুষ জীবনের গান, রাগরাগিনী ছাড়াই,

বসন্তে আজ গাঁথল মালা, পাহাড় কোলের তরাই।

মানুষ এখন চাইছে পেতে নতুন জীবন দর্শন,

যে জীবনের অভিধানে থাকবে না আর 'ধর্ষণ'।

মানুষ পাবে নতুন জীবন, সবার সমান সম্মাণ,

শ্বাশ্বত বাণীর সেদিন হবে সঠিক প্রতিষ্ঠান।

মানুষ সেদিন দেখবে এক নতুন স্বপ্ন,

রাঙাক স্বপ্ন সাতরঙের যে কোনো।


একলা কবির ছন্দগানDonde viven las historias. Descúbrelo ahora