আমারে তুমি অশেষ করেছ

39 1 0
                                    


তোমায় প্রথম দেখেছিলাম, অনেক দূর থেকে অচেনা পথিকের মত।

চেয়েছিলাম মুগ্ধ হয়ে, যেমন করে চেয়ে থাকে সদ্য চোখ ফোটা পেঁচার ছানা।

ভেবেছিলাম তুমি নাগালের বাইরে আমার দুর্ভাগ্য জীবনে।

সময় আমাদের করলে মুখোমুখি।

ক্ষনেকের দেখা তবু যেন কত প্রতীক্ষিত।

অচেনা কে চেনার আনন্দ খেলছিল তখন অদেখাকে দেখার আনন্দের সাথে।

মুর্ত প্রতীকের মত ভাসছিলে তুমি আমার সমুখে, ভাসছিলে আমার চোখে তুমি দিনে কিংবা রাতে,

আশায় ভর করে চললেম তোমা পানে, পথের আশায়।

পথ হারালাম সেই ক্ষণে, অদৃষ্টের নিঠুর খেলায়।

ফিরলাম পথে পথে বছরের পর বছর, নতুন পথের খোঁজে,

অদৃষ্টের খেলা শেষে সে পথ মেলে দেখি তোমার ই কাছে এসে।

আর করি নি আশা যতক্ষন না মিলল পথ, যতক্ষন না পথে পেলাম তোমার জয়রথ।

নিঃসংশয় হলেম যখন, করলাম না পরোয়া কিছুর।

তোমার কর্মযজ্ঞে দিলেম ঝাঁপ, ফেলে টান সব পিছুর।

হাজার এক জনের মত আজ আমিও তোমার যাত্রীদলের সঙ্গী

হাজার এক ভক্তের মত আমিও তোমার অশেষ গুনে মুগ্ধ।

হাজার এক মিথ্যুকের মত নয় আমি এক ঢঙ্গী।

হাজার এক কে ছাড়িয়ে আমি তোমার স্নেহে শুদ্ধ।

একলা কবির ছন্দগানWhere stories live. Discover now