প্রেম

16 1 0
                                    


কতবার ছুটে গেছি নেশার ঘোরে, তোমার কাছে

প্রেম।

বারবার হয়েছি ক্ষতবিক্ষত, আগুনে পুড়ে চামড়া হয়েছে দগ্ধ,

তবু ছাড়তে পারিনি তোমায়।

আমার অন্ধ মনের আঙ্গিনায় তোমার আসনটা যেন পাকাপাকি ভাবে বসে গেছে,

প্রেম।

চোখের আগুন দিয়ে পরীক্ষা করেছি তোমায়, তুমি খাঁটি না খাদ,

বারবার ছুঁড়ে দেখেছি তুমি শক্ত না ভঙ্গুর।

উলটে আঘাত করে আমাকেই কষ্ট দিয়ে কি সেই প্রতিশোধ ই নিলে তুমি,

প্রেম?

একদিন কোন শিশুলগ্নে তুমি আমার হাত ধরে পরিচয় করিয়েছিলে তোমার সাথে,

বারেবারে দেখিয়েছিলে অন্ধগলির পথ,

বারবার যাতে ছুটে ছুটে যাই সেই নেশার টানে,

এই কি ছিল তোমার ইচ্ছা?

প্রেম?

কেন করে গেলে আমায় এত অসহায়?

ঘুম ভেঙ্গে যখন দেখি নেই তুমি আমার কাছে, কাঁদতে ইচ্ছা করে ডুকরে।

বারবার চেয়ে দেখি আছে নাকি আশপাশে কেও!

সব থাকে সব যায় একা এই বোকা মন ডেকে ডেকে ওঠে...

প্রেম!

কিন্তু তুমি তো কাঙ্গাল!

নামে ধামে কামে গন্ধে রঙ্গে আনন্দে,

তুমি যে দীন, তুমি ভিখারী, তাই না?

প্রেম!

অন্ধকার ঘরে যখন আলো নিয়ে আসে এক স্নিগ্ধ রমনী,

তখন ও তুমি চিনিয়ে দাও নি তাকে,

বলো নি আমায় ওই তোর সে, ওই তোর প্রেম!

অবশেষে এক ঝঞ্ঝারাতে, অনুভব করি যেই স্নিগ্ধ ভালোবাসা,

বুঝে পাই কী নিঠুর সেজে কি নিবিড় আনন্দের সন্ধান দিলে তুমি

প্রেম।

রাখিলে মোরে নিবির করে কত রঙের মাঝে,

উজান বাওয়ার সময় যখন ফুরিয়ে ফুরিয়ে আসে,

তখন দেখি রাজাসনে বসে হাসছো তুমি,

আমার সকল ধারার সাথে ঝরে পড়া সেই তুমি,

প্রেম।।

একলা কবির ছন্দগানWhere stories live. Discover now