জীবনবৃত্তান্ত

3 2 0
                                    


জীবন যখন বাঁকা নদী, জীবন খরস্রোতা,

জীবন যখন চোরাবালি, জীবন কোথাও মৃতা।

আবার যখন জীবন খোকা পালকি করে চলে,

আলতো স্বরে ফালতু কিছু গল্প সে তো বলে।

পিছিয়ে পড়ে অনেক লোকের জীবনবোধের পথ,

সে পথ বেয়ে আসে নেমে আমার ভাবনা-রথ।

প্রতি চাকায় ধুলো কুড়াই, জমিয়ে রাখি যত্নে,

অভিজ্ঞতার মানিক বন্দী, ফেলে আসার রত্নে।

সঙ্ঘবদ্ধ কিছু মানুষ, কিছু ছন্নছাড়া,

কিছু আবার গৃহমুখী, বাকিরা পথহারা।

চলতে চলতে পাই না তো শেষ, হারাই যে বারবার,

আবার চলি পথের আশায়, পথ খুঁজি আরবার।

হঠাৎ একটা দমকা হাওয়া, ঘুর্ণি হয়ে এল।

লন্ডভন্ড যেন প্রকান্ড দম্ভ ভেসে গেল।

ধুলোর তলায় পড়েছিল কঠিন জীবন সত্য,

উড়িয়ে দিয়ে স্পষ্ট করল, কঠোর ঘুর্ণাবর্ত।

সবাই একা চলেছে পথে, কেও কারো নেই সাথে,

সবাই যখন বন্ধু দিনে, শত্রু হচ্ছে রাতে।

একে অপরকে ভালোবাসছে, আবার শানাচ্ছে ছুরি,

মিষ্টি কথায় মন ভুলিয়ে মারতে নেই কো জুরি।

তবু বাঁচতে শিখছে মানুষ।

প্রতি পদে পদে বাধা পেয়েও তার ফিরছে না তো হুঁশ।

ভালোবাসছে আঘাত পেয়েও, বিশ্বাসে অবিশ্বাস হার মানছে,

ভালো ভাবছে, করছে ভালো, সবাই কে ভালো রাখছে।

"আকাশ তবু সুনীল থাকে" আওড়াছে আজ সবাই।

একলা কবিই চিনছে জগৎ, চেনাচ্ছে কবিতায়।

একলা কবিই একলা হয়ে, হারিয়ে যাচ্ছে ভাষায়।


একলা কবির ছন্দগানDonde viven las historias. Descúbrelo ahora