দুর্দিন

3 2 0
                                    


চড়ে চড়ে চরাচর চকিত চঞ্চল,

পাল্টা প্রতিধ্বনিতে কাঁপে সেই কু-স্থল।

প্রতিবাদের নাম পালটা মার, বাঙ্গালী দেখল আবার,
প্রতিবাদী হবে মৃত্যুমুখী, জানোয়ারদের শিকার।

নতুন এমন নয় তো কিছু এ ঘটনা খানা,

এমন ঘটনা আগেও হয়েছে, কাঁপেনি শুধু থানা।

কাঁপছে ভয়ে গ্রাম বাংলা, কাঁপছে শহরবাসী,

ভাবছে বুঝি এইবারেতে পড়বে গলায় ফাঁসী।

কিন্তু তারা বুঝছে না কেউ ভাববার দিন শেষ,

জাগবার দিন দিচ্ছে টোকা, পড় যুদ্ধের বেশ।

যুদ্ধ লেগেছে চিন্তনে মননে, যুদ্ধ লেগেছে বাতাসে,

যুদ্ধ লেগেছে পথে প্রান্তরের প্রত্যেক ঘাসে ঘাসে।

বন্ধু, কান পেতে শোনো আজ আর্তের হাহাকার।

শোনো আজ সাধারনের ব্যর্থ চিৎকার।

নির্ভয়ারা ছড়িয়ে আছে সারা দেশ জুড়ে,

তাদের আজ এক কর বন্ধু, বিপ্লবের সুরে সুরে।

স্বাধীনতা শেষে পরাধীনতার শিকল দিচ্ছে আওয়াজ।

দেশে দেশে চলছে শুধু সন্ত্রাসবা্দীতার রাজ।

সন্ত্রাস শুধু অস্ত্রে নয়, ছড়াচ্ছে চিন্তা ভাবনায়,

সন্ত্রাস দেখি হানা দিচ্ছে পাশের বাড়ির জানলায়।

আজ আমাদের দিন এসেছে হাতে হাত দিয়ে চলার,

বন্ধু তুমি ক্ষমতা রাখো, সত্যি কথা বলার।

সত্য আনে বাঁচার মানে, সত্য দেখায় পথ,

সত্যই তোমার ঢাল তলোয়ার, সত্যই জয়রথ।

একলা কবির ছন্দগানWaar verhalen tot leven komen. Ontdek het nu