তাই তোমার আনন্দ আমার পর

24 2 0
                                    

বসন্তের হাওয়ায় ভাসে তোমার গানের গন্ধ,

তোমার কাব্যধারায় আছে সারা পৃথিবীর ছন্দ।

তোমার আকুল দেশপ্রেমে মাতে ভারতবর্ষ

তোমার তুলির টানে জাগে ছবির মনে হর্ষ।

জগৎ প্লাবন আজি শ্রাবন তোমার তালে সুরে,

আনমনা এক মন বেড়ায় জগৎ ঘুরে ঘুরে।

কুহুর সুরে কেকা জাগে তোমার কা ব্য গন্ধে,

জাগোরে ভাই, ডাক দিয়ে যায়, অমল আনন্দে।

টোড়ী বেহাগ বসন্ত রাগ মেলাও আপন মনে,

বিশ্ববাসী চমকে ওঠে তোমার গানের গুণে।

অন্ধজনে পায় যে আলো, মৃতজনে প্রাণ

মনমদিরা মাতাল করো দিয়ে তোমার গান।

গোলাপ আজি সুন্দর হয় তোমার লেখনীতে,

মরুবিজয়ের কেতন উড়াও ধূসর ধরণীতে।

বাজাও বীণা মধুর স্বরে,ছন্দে ভরাও প্রাণ

নারীজাতিরে দিলে আজি নবচেতনার দান।

তোমার গানে দুঃখদহন, শান্তিবারি ঝরে,

তোমার কাব্য জীবিত তাই শত বৎসর পরে।

তোমারেই করিয়াছি তাই জীবনের ধ্রুবতারা,

তুমি ছাড়া কবিগুরু, আমরা গুরুহারা।

একলা কবির ছন্দগানWhere stories live. Discover now