একটা রক্তাক্ত লেখা

13 2 0
                                    


গল্প লিখতে গিয়ে হাত টা কাঁপল,

ভেঙ্গে গেল বুকের বাঁধন, ছিঁড়ে গেল সমস্ত স্মৃতি।

আকুলপারা পাগলপারা হৃদয় আমার থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে,

ভরসা।

বারুদ আর বুলেটের শব্দে ছিন্নভিন্ন হল তোমার শান্তি,

আক্রান্ত হল এক ফুটে ওঠা গোলাপের মত তোমার হৃদয়।

সে ঝড়ের পুর্বাভাস দিতে পারেনি কেও,

হারানো মনুষ্যত্বের ব্যবধানে।

যে বিশ্বাস একদিন গিয়ে পড়েছিল মহানন্দার জলে,

সে বিশ্বাস আজ গঙ্গাবক্ষে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।

কাতরাতে কাতরাতে মরে যাওয়া সে বিশ্বাস আজ পাওয়া যাবে না আর।

বন্ধুত্বের নামে যে বেয়োনেট এসে বেঁধেছে এ বুকে,

তার ক্ষত যাবে না কোনোদিন।

কোনোদিন ভুলতে পারব না তোমার উপর আসা অত্যাচারের কথা,

ভরসা।

না এ জন্মে, না তার পরে, না কোনোদিন।

বয়ে বয়ে বেরাবো হিংস্রতার চিহ্ন এ বুকে,

ভরসা।


একলা কবির ছন্দগানWhere stories live. Discover now