অমৃত সদনে

7 1 0
                                    

তোমার বাণী আমার কানে বাজে অবিরত

বিশ্বভুবন আপন করো, নিজের মনের মত।

স্ত্রীয়ের পূজা করলে তারে ষোড়ষী রূপে দেখে,

মনমাখনেরে করলে বাহির মনদুগ্ধেরে ছেঁকে।

বেদবেদান্তের কাঠিন্যকে করলে প্রভু সরল

গিরীশেরে বাঁচাতে কন্ঠে করলে ধারণ গরল।

তোমার তরে ভুবন আজি বাজায় শুভ্র শাঁখ,

তোমার শিষ্য বিবেকানন্দ যুবদের দিল ডাক।

তুমি আপন তুমি ভুবন তুমি মুক্তির পথ,

বিশ্ববাসী নিল আজি চৈতন্যের শপথ

সকল আশায় ভালোবাসায় আমার সাথী তুমি,

দুখের কালো আঁধারেও তাই তোমায় খুঁজি আমি।

তোমার মায়ায় তোমার ছায়ায় পাই মোরা ভরসা,

তোমার বাণীই মুমূর্ষু কে যোগায় বাঁচার আশা।

তোমার তরে ভুবন ভরে আছে যেন এক তৃপ্তি,

তোমার ভাষার মহিমাতেই অন্ধমনের মুক্তি।

তোমার বাণীর পরশেতে রক্ত হয় উষ্ণ,

তুমি আমার, তুমি সবার, ঠাকুর শ্রী রামকৃষ্ণ। 

একলা কবির ছন্দগানWhere stories live. Discover now