পর্ব - ০১

129 5 3
                                    

***গল্পটি সম্পূর্ন কাল্পনিক বাস্তবের সাথে কোনো মিল নেই***

সকাল থেকে বাড়িতে হৈচৈ পড়ে গেছে

কারণ, আজ তন্ময় ভাই আসছে।
উনি আবার সদা গোছানো সবকিছু পছন্দ করেন।

কোথাও একটু ময়লা থাকতে পারবেনা, বিছানার চাদর সামান্য কুঁচকে যেতে পারবেনা,

খাবার টেবিলের আশেপাশে কেউ চুল খোলা রেখে হাঁটতে
পারবেনা। আরও যত্তসব হাবিজাবি নিয়মে ভরে রেখেছেন বাড়িটা।

এভাবে, এক দিক দিয়ে শান্তি যে সবসময় বাড়িতে থাকেনা।
বেশিরভাগ সময় কাজের সূত্রে ঢাকা থাকেন।

আবার, এমন না যে উনার থেকে মুরুব্বি, এই বাড়িতে আর কেউ
নেই।

আবার, এমন না যে উনার থেকে মুরুব্বি, এই বাড়িতে আর কেউনেই।

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

বড় চাচ্চু আছে, আমার আব্বু তারপর ছোট চাচ্চুও আছেন।

কিন্তু, সবাইকে কি গুল খাইয়েছেন কে জানে, তন্ময় বলতে সবাই
অজ্ঞান।

তন্ময় বলেছে? তাহলে এটাই ঠিক, তন্ময় বলেনি তাহলে
এটা জীবনেও হবেনা।

বড় চাচ্চু এখানকার মেয়র, তার কথায় কতো
মানুষ ওঠে আর বসে। কিন্তু, সেও তার দামড়া ছেলের কথায় চলে।

সবাই ভয় শ্রদ্ধার সাথে আর একটা জিনিস তন্ময় ভাইকে ফ্রিতে
দেয়, তা হলো অফুরন্ত ভালোবাসা। আমার এসব দেখলে গা - পিত্তি
জ্বলে যায় , জ্বলে যাওয়ার জন্য যথেষ্ট কারণও আছে।

স্কুলের গন্ডি পেরোনোর পরে, আমার বন্ধুরা এই মফস্বল ছেড়ে
কেউ ঢাকা, তো কেউ অন্য শহরে উড়াল দিতে লাগলো।

আমিও এই শাসনের জীবনে অতিষ্ঠ হয়ে পড়লাম।

সব নিয়ম কানুন
ভেঙে ফেলতে চাইলাম, যা এখানে থাকলে কখনোই সম্ভব না।

চাচাতো ভাই যখন রোমান্টিক লাভার (সিজন ০১) Where stories live. Discover now