পর্ব - ২১

31 3 0
                                    

সোনালী আলোয় পরিবেশ মন-মুগ্ধকর। আশেপাশে নির্জনতা নেই।
মানুষের কোলাহল চলছে। তন্ময় ভাই আর আমি হাঁটছি। বড়বড়
গাছগুলো ফেলে চলে যাচ্ছি। তার ডান হাত আমার কাঁধ পেরিয়ে
পিঠের দিক । আরেক হাতে ফোন নিয়ে, দিব্বি কথা বলছেন
আর হাঁটছেন আমাকে নিয়ে। এক প্রকার তার সুরক্ষার মাঝে
আঁটকে। কয়েকবার ছাড়ার জন্য বললাম। তার কোনো রিয়েকশন
নেই। ছাড়বে বলে মনে হয়না, তাই মাথা এলিয়ে চললাম। বাতাস
এসে তার কালো ঘন ছোট চুলগুলো আউলে দিচ্ছে। আড়চোখে
তাকে দেখতে বেশ লাগছে। পৃথিবীর সোনালী আলোয় তাকে আরও
ভয়ংকর সুন্দর দেখাচ্ছে। তার চোখ গুলো আমার দিক। অথচ
আশেপাশে আমার থেকেও সুন্দর মানুষজন আছে। কিন্তু তিনি
আমাতে বিভোর।
কথা শেষ হতেই, ফোন রেখে বললেন,

- ফুচকা খাবি?
- উঁহু।
- কেন? আমিতো দেখতাম, স্কুল-
[-কলেজ বরং বাড়িতেও এই
হাবিজাবি খেতিস।
· আজ ইচ্ছে করছে না।
করছে না? চল খাবি।
আঁড়চোখে তাকে দেখে নিলাম,
- আপনি খাবেন সাথে? তাহলে খাব।
তিনি এগুলো একদম খেতে পারেন না। নিশ্চয়ই না করবেন। তার
দ্বারা টক-ঝাল খাওয়া অসম্ভব। তার উত্তর ও একই ছিলো,
- এগুলো খাওয়া ইমপসিবল। তুই খা।
- উঁহু। আপনি খেলে খাব।
- আচ্ছা, তুই খাওয়াই দিবি।
হাসলাম, বললাম,
- তাহলে খাব না।
তিনি কথা বাড়ালেন না। টেনে নিয়ে গেলেন সেদিকে। অর্ডার ও
করলেন। আমি বললাম,
ঝাল-টক বেশি।
তন্ময় ভাই চোখ রাঙালেন।
- পেট খারাপ হবে।
- তাহলে বললেন কেন খেতে?
– তুই কীভাবে তাকিয়ে ছিলি, তাই না বললাম।
-ইশ, মিথ্যুক।
দেখা গেলো তন্ময় ভাইকে খাওয়াতে গিয়ে, আমায় কামড় খেতে
হয়েছে কয়েকবার। তিনি হাসছেন। অথচ তার নাক লাল হয়ে আছে
ঝালে। খাওয়া শেষে আমার নিজেরও প্রচন্ড ঝাল লাগছে।
কিছু পুঁচকে ছেলেরা পানি বিক্রি করছে, ডেকে ডেকে। বোতলে
সুরক্ষা নেই কোনো । আমি সেখান থেকে নিতে চাচ্ছিলাম। তিনি
দিলেন এক ধমক,

এভাবেই এই হাবিজাবি খেয়েছিস। এখন এই পানি খেয়ে ডাইরিয়া
বাধানোর ধান্দা।
টেনে সামনে নিতে লাগলেন। সামনে বড় দোকান। পৌঁছে প্রশ্ন
করলেন,
পানি নিবি না আইসক্রিম?
অথচ, আমার জবাব শুনলেন না। আইসক্রিম, পানি দুটোই নিলেন।
আগে বোতলের মাথা খুলে দিলেন। পানি খেয়ে শান্ত হলাম।
ঝাল-টক খেতে তো ভালো লাগে। কিন্তু, তারপরের মুখ জ্বলে
যাওয়াটা অস্বাভাবিক কষ্ট। পরপর আইসক্রিম ও খেতে দিলেন।
সামনে ফ্যামিলি ঘুরতে এসেছে হয়তো। গাড়ির সামনে ছোট-ছোট
বাচ্চারা বেলুন হাতে দাঁড়িয়ে। নিশ্চয়ই ওই দম্পতির সন্তান। আমার
তাকিয়ে থাকা দেখে সেও তাকালেন। দুষ্টু স্বরে বললেন,

চাচাতো ভাই যখন রোমান্টিক লাভার (সিজন ০১) जहाँ कहानियाँ रहती हैं। अभी खोजें