পর্ব - ২৩

42 4 0
                                    

বিয়ের বাকি পাঁচদিন। তন্ময় ভাই কাল সকালে আসবে আটটায়।
আমাকে নির্দেশ দিয়েছেন তিনি এসে যেনো, আমায় ড্রয়িংরুমে
দেখতে পান। ইশ, এ-তো সোজা? পাগলের মতো কাঁদিয়েছে আমায়।
ছয়মাস দেখতে দেয়নি নিজেকে। আসুক। আমিও তাকে এটার শাস্তি
দিয়ে ছাড়বো। জাহিল লোক।
এই ছয়মাসের মাঝে কেউ তন্ময় ভাইকে বাড়িতে ফেরাতে সক্ষম
হয়নি। তিন মাসের উর্ধ্বে তিনি কখনও ঢাকা থাকেনা। এটাই তার
প্রথম মাসের পর মাস ঢাকা থাকা। বড় মা খুবই দুঃখী। দিনে
দু-তিনবার ভিডিও কল করবে নিজের ছেলেকে। অবশ্য, তখন
আমি আঁড়চোখে লুকিয়ে স্ক্রিনের দিক তাকাই তাকে একবার দেখার
আশায়। যাক। অবশেষে কাল সাহেব ফিরবেন। আনন্দে বুক
কাঁপছে। তেমনি তার উপর ভিষণ অভিমান রয়েছে। এই অভিমান
তিনি কীভাবে ভাঙাবেন দেখতে চাই আমি।

কলেজ থেকে বেরোলাম ঘুরতে। সাথে রয়েছে মায়ান, এহসান।
দৈনন্দিন জীবনে ঘুরাফেরা আমার ঠিক হয়না। ঘুরতে গেলে অনেক
বাঁধা আসবে। বাঁধা আর বাঁধা। এভাবে জীবন উপভোগ করা যায়?
উঁহু। একদম না। এইতো কিছুক্ষণের মাঝে কল আসবে তন্ময়
ভাইয়ের। উচ্চ স্বরে দিবেন এক ধমক আমায়। ধমকে বলবেন,
- তুই কী চাস? পা ভাঙব তোর?
হাহ। এগুলো পুরনো ব্যাপার স্যাপার। তার সব জানি। আমার
ঘুরাফেরা তিনি একদম নিতে পারেন না। আরে নিজে ঢাকায় কি কি
করে, আমি কী নাক গলাই? কৈফিয়ত চাই? চাই না। কারণ, আই
এম অ্যা ব্রোড মাইন্ডেড পারসন। মায়ান নিচুস্বরে বলল,
এই ব্যাটা এভাবে তাকাচ্ছে কেন?

এইতো। ফোনটা ওদের দুজনের সামনে ধরলাম। তারপর বললাম,
- জাদু দেখবি?
এহসান ভ্রু কুঁচকে ফেলল,
- জোকার হবি?
এটা কোনো কথা?
- ধুর, গাঁধা। দেখ, এখনই আমার ফোনে কল আসবে।
মায়ান ভেঙাল।
- বললেই হচ্ছে?
তৎক্ষণাৎ কল এলো। আমার মুখে বাঁকা হাসি। চোখ টিপ মেরে
জবাব দিলাম,
এটা হচ্ছে, কুনালের জাদু। কী বুঝলি?
ফোন রিসিভ করলাম। তার কন্ঠ শান্ত। আগেকার মতো গরম কন্ঠে
ধমক দেননি। বরং ধীর আওয়াজে প্রশ্ন করলেন,
কোথায় তুই?

বাহ। এতো পরিবর্তন? সাব্বাশ তন্ময় সাহেব। এমন পরিবর্তন
আপনার হতে নিয়মিত চাই। ভাব নিয়ে বললাম,
- আপনার কী?
-ধৈর্যের পরিক্ষা নিচ্ছিস? আমার? তন্ময়ের?
- কে, আপনি ভাইয়া?
অপর পাশে কেউ তন্ময় ভাইকে ডাকছেন। সে ধীরে জবাব দিলেন,
- কথা বলছি। একটু পর আসছি।
তারপর আমাকে বললেন,
- তোর জামাই?
- ইশ, বললেই হলো।
- আর মাত্র পাঁচদিন। পাঁচদিন যেতে দে।
লজ্জা পেলাম। তাকে টের পেতে দিলাম না। আঁড়চোখে তাকালাম
কৌতূহল মায়ানের দিক।
- আপনাকে বিয়ে করবে কে?
তার হাসির শব্দ।

চাচাতো ভাই যখন রোমান্টিক লাভার (সিজন ০১) Où les histoires vivent. Découvrez maintenant