পর্ব - ১৯

37 3 0
                                    

ঘন্টাখানেক হয়েছে তন্ময় ভাই রুমে পৌঁছে দিয়েছেন। অথচ আমার
ঘুম আসছেনা। অস্থির লাগছে। বারবার এপাশ-ওপাশ করছি।
গাড়িতে ঘুমিয়েছি। আবার রুমে পৌঁছেও ঘুমিয়েছি। তাই হয়তো ঘুম
আসছে না। এমন অস্থিরতা দেখে আপু বলল,
তন্ময়'কে ডাকবো? ঘুরেফিরে আসবি আশপাশ।
না না। ঘুমানো প্রয়োজন তার। একটুও ঘুমাতে পারেননি।'
আপুও মানলেন। তিনি তো সেই বিকেল থেকে ড্রাইভ করেছেন।
ক্লান্ত আছেন হয়তো। ঘুম দরকার।
উঠে থাই গ্লাসটা সরালাম। ঠান্ডা হাওয়া। আসলেই পাহাড়ি অঞ্চলে
শীত বা গরম বোঝা যায়না। শুধু বাতাসের অস্থির হাওয়া শরীরের
পশম দাঁড় করিয়ে দেয়। আকুপাকু মন আশেপাশে চোখ বোলাতে
ব্যস্ত। সময় যেন থমকে।
নির্ঘুম রাত কাটাব? নির্ঘুম রাত কাটালে কাল কীভাবে ঘুরবো?
না ঘুরতে পারলে, একদিন পুরো জলে চলে যাবে। উঁহু ঘুমাতে ই
হবে।

আবারও বিছানায় চললাম। রুবি আপু টাইপিং করছে।
প্রশ্ন করলাম,
'হাত ব্যথা করছে না?'
দেখছিস না, এ আমাকে ঘুমাতেই দিচ্ছেনা। রিপ্লাই না দিলে কল
দিচ্ছে। কল রিসিভ না করলে, দেখবি চলে আসবে।'
'হাও, রোমান্টিক।
রোমান্টিক না ছাই।'

' পেয়ে পাত্তা দিচ্ছ না।'
রুবি আপু শক্ত চোখে তাকাল। গাল টেনে বলল,
তুই কি পেয়েছিস, তার আইডিয়া এখনও তোর নেই। বোকার ভাম।'

হ্যাঁ, তা সত্য। কিন্তু শিকার করবো না। হু। তিনিই বা কোথায় শিকার
করছেন কিছু। এইযে, আজও আমাকে ঠিকঠাক তার মনের কথা
জানাননি। একটু সুন্দর ভাবে মনের কথা জানালে, আমিও সাহস
পেতাম আমার মনের কথা জানানোর। উফ।
রুবি আপু গভীর ঘুমে তলিয়ে। এদিকে, আমি এখনও সজাগ।
ঘুম আসছে না। ভোর চারটা পর্যন্ত এপাশ-ওপাশ করে, এবার
উঠলাম। রুবি আপুর ফোন হাতে নিলাম। তন্ময় ভাই কী ঘুমিয়ে
পরেছেন? নিশ্চয়ই জেগে নেই? একটা মেসেজ দিয়ে কী দেখব?
যদি জেগে থাকে।

নিজের ফোন দিয়ে মেসেজ করে, রিস্ক নেওয়ার প্রশ্নই আসেনা। রুবি
আপুর ফোনের সাহায্যে তাকে মেসেজ
দিলাম,
' তন্ময় ঘুমিয়েছেন?'
টেক্সট সেন্ড করে জিহ্বা কাটলাম। দ্রুত কেটে ফেললাম। আল্লাহ।
তুই করে না বলা উচিৎ ছিল। এটা কোনো কথা? তিনি তো আর
ফোন নিয়ে বসে নেই। নিশ্চয়ই এখনও দেখেননি। আবার দিব
ভাবছিলাম, তখনই মেসেজ আসে।
তোর ফোন কোথায়?'
বুক ধুকপুক করছে। জেগে এখনও? কী বলতাম।
' চার্জ নেই. আপনি ঘুমাননি?.
তার জবাব সাথে সাথে আসলো,
কাম আউট? বেরোবো? তার মানে তিনি আমাকে বাহিরে নিবেন?
মনের স্রোত ঠেলে, হাসি মুখে দ্রুত তৈরি হলাম। ধীরে দরজা খুলতেই
তাকে দেখলাম। তিনি দাঁড়িয়ে। হাতে ফোন। মাথায় ক্যাপ।

চাচাতো ভাই যখন রোমান্টিক লাভার (সিজন ০১) Where stories live. Discover now