পর্ব - ১৪

41 4 2
                                    

তাও বসে রইলাম। মা হয়তো আমার উপর রেগে। এখন দেখলেই
সব ঝাড়বেন। আর এখন কোনো কথা শুনতে প্রস্তুত নই আমি।
ওদের দুজন'কে জোরপূর্বক বের করলাম। তারপর বিছানায় লাফ
মারলাম। আপাতত একটা ঘুম প্রয়োজন।
হঠাৎ তন্ময় ভাইয়ের কন্ঠে লাফ মেরে বসলাম। সে হয়তো দরজার
সামনে দাঁড়িয়ে। ডাকছেন আমায়,
' কুনাল?'
দ্রুত জবাব দিলাম,
'জ্বি, আসছি।'
শরীর থেকে চাদর সরিয়ে উঠে দাঁড়ালাম।
'জ্বি?'
খেতে আয়।'
ইনিয়েবিনিয়ে বললাম,
'খিদে নেই। খাব না।

থাপ্পড় খাবি? দ্রুত হাঁট।'
হু। অসহায় আমি। একদম কপালে সুখ নেই। নিচে নেমে চুপচাপ
টেবিলে বসলাম। লজ্জা করছে। সবাই খুবই রেগে আমার উপর
হয়তো। এতো বড় কান্ড করলাম। এখন প্রচন্ড অপ্রস্তুত হয়ে আছি।
বড় মা পেছন হতে গাল টানলেন,
এবার ছাড় পাচ্ছিস। এরপর এমন কাজ করলে, খবর আছে
কিন্তু।'


ছোট চাচী ধমকে দিলেন আমায়,

তুই ছোট? যদি কিছু হতো? বোকা ছেলে। কতটা টেনশনে
রেখেছিস, আইডিয়া আছে?
' আইডিয়া থাকবে কীভাবে? মাথায় আবর্জনা দিয়ে ভরা।
রবিন ভাইয়ের কথায় তাকে ভেঙচি দিলাম। কি সাধুসঙ্গ আসছে।
নিজেই কতবার রেগে বাড়ি ছাড়লো। আমাকে ভাষন দিচ্ছে। বাহ

I
কাকে ভেঙচি দিচ্ছিস? আমি তোর বড়।'
রুবি আপু ঠেস মারলেন,
কী আমার বড়। এহ।
সকলেই হাসছেন আর কথা বলছেন। ভুলেই গেলাম আজকের বড়
ড্রামার কথা। হঠাৎ বড় চাচ্চু বললেন,
রুবির জন্য প্রস্তাব এসেছে।'
নিমিষেউ থমথমে হয়ে গেলো পরিবেশ। শুধু তন্ময় ভাইয়ের
অনুভুতিহীন কন্ঠ,
' আমার এক বন্ধু রুবিকে পছন্দ করে। রুবিও তাকে পছন্দ করে।
ছেলেদের অবস্থা ভালো। তুমি বললে, ও ওর পরিবার নিয়ে

আসবে।
কী সাহস। একদম সোজা বলে দিলো? এদিকে রুবি আপু খাবার
রেখে দৌঁড়। বাকি সবাই তন্ময় ভাইয়ের দিক তাকিয়ে, যিনি
আপাতত খাচ্ছেন। মাথা নিচু করে। কোথাও তাকাচ্ছেন না। তার কী
কোনো হেলদোল নেই? সে যে রুবি আপুর সম্পর্ক ফাঁস করে দিল।

সকলেই বেশ অপ্রস্তুত। বড় চাচ্চু বললেন,
কোন বাড়ির ছেলে? এদিকেই থাকে তো?'
'হ্যাঁ।'
একটু এক্সপ্লেইন কর তন্ময়।'

চাচাতো ভাই যখন রোমান্টিক লাভার (সিজন ০১) Where stories live. Discover now