পর্ব - ১৬

34 3 0
                                    

রুবি আপু আমাকে সাজাচ্ছেন। চমৎকার একটি পাঞ্জাবি
পরিয়েছেন। সিম্পল সাজে, চুলগুলো আচড়ে দিলেন। সামনের
দুপাশে কিছু চুলে হেয়ার স্প্রে করে দিলেন। নিজেকে যখন আয়নায় দেখলাম প্রচন্ড
অবাক হলাম। আয়নার সামনে এক নতুন আমি। একদম ভিন্ন। চোখ গুলো নিস্পাপ। চেহারায় রয়েছে স্বচ্ছল ভাব
, কালো ঘন চুল। রুবি আপুর ধাক্কায়,
রুম থেকে বেরিয়ে নিচের দিকে যাচ্ছি। অনুভূতির পাহাড় বুকে চেপে
আছি। প্রত্যেকটি পদক্ষেপ জানান দিচ্ছে, কতটা ব্যকুলতা আমার
বুকে। তাকে দেখার জন্য। তাকে অনুভব করার জন্য।
এইতো, সে দাঁড়িয়ে। সিঁড়ির শেষের দিক সে দাঁড়িয়ে। পড়নে
অপরিসীম সুন্দর এক পার্পল পাঞ্জাবি। ভয়ানক সুন্দরে রুপান্তরিত
আজ সে। চোখ ফেরানো দায়। তাও আমি চোখ ফেরালাম। তার
সেই শান্ত চাহনি কেমন অদ্ভুত নেশাময়

কখনও সক্ষম হবোনা সেখানে তাকানোর। ধীরে নামছি। শেষের দিক
আসতেই, সে তার ডান হাত আমার দিক এগিয়ে দিলেন। অস্থিরতা
রেখে ধীরে তার হাতে নিজের হাত রাখলাম। সে আমার হাতে তার
ঠোঁট ছোঁয়ালেন।
ধীর কন্ঠে জানালেন,
'আমার স্বপ্নের রাজকুমার আজ বাস্তবে।'
চোখ শক্ত করে বন্ধ করে নিলাম। এই অনুভূতি খুব যন্ত্রণাদায়ক।
শ্বাস আটকে আসছে। তীব্র হার্টবিট নিয়ে আবেগী চোখে তার পানে
চেয়ে। মধুময় এই সময় যেন থমকে যায়। সারাজীবনের জন্য থমকে
যায়। সে শক্ত করে হাত ধরলেন। পাশাপাশি হেঁটে বেরোচ্ছি দু'জন।
বাইকে উঠার সময়, সে কোমরে স্পর্শ করে উঠতে সাহায্য করলেন।
আদুরে ভাবে চোখ বন্ধ করে ফেললাম। তারপর ধীরে পেছন হতে
দু'হাত তার দু'পাশে ছোঁয়ালাম। সে বাইক স্টার্ট দিলেন। বাইক
চলছে। দুজন বেরিয়ে পড়লাম অজানা উদ্দেশ্যে।

নির্জন এক স্থানে পৌঁছেছি। প্রকৃতির অপরিসীম ছোঁয়া চারপাশে। সে
ঘুরে আমাকে ছুঁয়ে দিলেন। অনুভূতির জ্বালে, চোখ বন্ধ করে
ফেললাম। অনুভব করলাম তার ঠোঁট ক্রমশ আমার ঠোঁট বরাবর
আসছে। এইতো ছুঁই ছুঁই। পাঞ্জাবি শক্ত করে চেপে ধরলাম।
“তার হুসকি ভয়েস,
'ভালবাসি।'
চোখ বন্ধ করে আমি তার স্পর্শের অপেক্ষায়। হঠাৎ,
' কুনাল? দ্রুত উঠ। কাজ আছে। '
লাফ মেরে উঠে বসলাম। বুকের তীব্র ধুকপুক চলছে। পেটে অদ্ভুত
যন্ত্রণা হচ্ছে। এখনও শ্বাসরুদ্ধকর অবস্থায় আমি। চারপাশ ঘোলাটে
লাগছে। আবারও চোখে ভাসছে তন্ময় ভাইয়ের পাঞ্জাবি পড়া মুখ।
ইশ। স্বপ্ন দেখছিলাম? সব স্বপ্ন ছিলো? তাহলে তার স্পর্শের সেই
অনুভূতি, এখনও এমন তাজা কেন? মনে হচ্ছে সে আমাকে ছুঁয়েছে।
অদ্ভুত ভাবে।
রুবি আপু অবাক কন্ঠে বললেন,

চাচাতো ভাই যখন রোমান্টিক লাভার (সিজন ০১) Donde viven las historias. Descúbrelo ahora