পর্ব - ০৯

35 5 0
                                    

ফোন নিয়ে সোজা মা'র ঘরের দিক রওনা হলাম। তন্ময় ভাই ফোন
কিনে দিয়েছেন। সেটা তো দেখাতে হবে। নাহলে পরে আবার এটা
নিয়ে কথা উঠবে। ঘরে ঢুকতে নিয়েও ঢুকলাম না, তাদের আলোচনা
শুনে,
- হ্যাঁ, ধরলাম তন্ময় - কুণালকে পছন্দ করে। বিশ্বাস করে নিলাম।
কিন্তু এটাতো অস্বাভাবিক, স্বাভাবিক হলে না হয় ভাবা যেত, একটা ছেলে আরেকটা ছেলেকে কিভাবে বিয়ে করবে...

আমরা না হয় কুনাল আর তন্ময়ের কথা ভেবে সব কিছু মেনে নিলাম,
বড় ভাই মেনে নিবেন।

কিন্তু ভাবী? তার একমাত্র ছেলে। যেই ছেলের
জন্য বাড়িতে প্রস্তাব আসে বড়সড় ঘর থেকে।
তার একমাত্র ছেলেকে নিয়ে তার কত স্বপ্ন তার ছেলের বউ হবে...
আর সেই ছেলের জন্য সে কুনালকে চাইবে? হ্যাঁ, ভাবী
ভালবাসে কুনালকে। কিন্তু সেটা ছেলের মতো। তার ছেলের বউয়ের জায়গায় সে কুণালকে কি
হিসেবে মেনে নিবে,

ওনি এইসব মন থেকে মানবে বলে মনে হয়না। আমাদের
জন্য, ভাইয়ের জন্য মানলেও, সে মনেমনে তার ছেলের এইসব কিছু মানতে পারবেন না.

ভাবি এখনো সেকেলে সেকি আর এইসব বুঝবে

– তোমার ভাবীকে এই মনে হয়? সে কুনালের জন্য পাগল। তন্ময়' কে
রেখে সে কুণালকে দেখেছে কখনো। অবশ্যই সে এতে সবচেয়ে বেশি খুশি
হবে।'
--' আমারতো তা মনে হলো না।'
হবে কীভাবে উল্টাপাল্টা ভাবলে। '
–' তখন দেখলে না, যখন ভাই বলল তন্ময় - কুনালকে পছন্দ করেন।
সে কীভাবে চেঁচালেন।

সে একদমই মন থেকে  এইসব অস্বাভাবিক কিছু মেনে নিবে না, স্বামী আর ছেলের খাতিরে মানলেও, মন
থেকে না'
—' তুমি থামবে?'
আমি দ্রুত সেখান থেকে চলে এলাম। রুমে যাবার পথে দেখলাম বড়
মা রান্নাঘরে কাজ করছেন। আমার মনে কেমন নিমিষে অন্ধকার
ছেঁয়ে এলো। সত্যি কী তাই? মা যা বললেন তা কী সত্যি?
রুমে এসে বিছানায় বসে রইলাম। মন আর সায় দিলো না,

নতুন ফোন খুলে দেখার। আমাদের সুন্দর পরিবার'টা কি ভেঙে
যাবে?
দুপুরে দীপ্ত এসে দরজা টোকাচ্ছে। গোসল দিয়ে কখন ঘুমিয়ে
পরেছিলাম খেয়ালই নেই। দরজা খুলে দিতেই বলল,
--' ঘুম আর ঘুম। এতো ঘুম পাও কই।'
'তুইও ঘুমা।'
--' এহ! আমার স্কুল আছে দ্যান প্রাইভেট। স্কুল আর প্রাইভেটের
হোমওয়ার্ক। কত কাজ।'
আমি ওর ঝাকড়া চুলগুলো দু'হাতে ধরলাম। সযত্নে তা গুঁছিয়ে দিতে
দিতে বললাম,
বেবিট্যাক্সি, একঘন্টা ঘুমোলে তোর পড়াশোনা পিছু হবেনা। বরং
আরও মন ফুরফুরে হবে।'
--' তুমিই করো মন ফুরফুরে। আমার তো মন বহুত ফুরফুরা। বিয়ে
খাবো। তোমার আর তন্ময় ভাইয়ার। আহা।
গাল দুটো আমার গরম হয়ে উঠছে। কোনোভাবে জবাব দিলাম,

চাচাতো ভাই যখন রোমান্টিক লাভার (সিজন ০১) Where stories live. Discover now