পর্ব - ১৮

31 3 0
                                    

আমার জন্য বাড়িতে অঘোষিত নিয়ম ছিলো কোনো পিকনিক,
ফ্রেন্ডস ট্রিপ অ্যাটেন্ড করা যাবেনা। অবশ্য ওটা বাড়ির নিয়ম কোনো
কালে'ই ছিলো না। ওটা ছিল তন্ময় সাহেবের নিয়ম।
তার আবার আমাকে নিয়ে ছিলো ময়লা চিন্তাভাবনা। যেটার
বিন্দুমাত্র অনুমান আমার ছিল না। যাইহোক, আজকের
ট্রিপ আমি একদমই এঞ্জয় করতে পারবো না। কারণ, সোজা।
সাথে থাকবে তন্ময় ভাই। দ্য গ্রেট তন্ময় শয়তান।
এ থাকলে সাথে,
এঞ্জয় যাবে ভেস্তে।
আর যেহেতু ইব্রাহিম ভাই যাচ্ছে। তাহলে রুবি আপুকে তো আর
পাওয়া যাবেনা। আমাকে তন্ময় ভাইয়ের সাথেই থাকতে হবে।
আর তিনি আমায় নড়তে দিবে নাকি সন্দেহ। কত ধমক-থাপ্পড়
কপালে আছে, তা পরে বেরিয়ে আসবে

স্রোতের মতো।
দীপ্ত বিছানায় বসে। গেইম খেলছে। ছেলেটা মারাত্মক খেলতে পারে।
আমিতো শুরু করতেই শেষ।
অবশেষে আমার প্যাকিং কমপ্লিট। দীপ্ত'র আমার জিনিসপত্র
একসাথে প্যাক করেছি।
ও আঁড়চোখে তাকালো,
এবারেও হাইস্কোর।
'বাহ।'
' দেখতে হবেনা কে খেলছে।'
কে খেলছে?'
' শাহজাহান দীপ্ত।'
'মা'গো।'
কথা দেখেছ ছেলের? বয়স হিসেবে বেশি বুঝে এবং জানে। পাকা
ধান একদম।
রুবি আপু পরপরই তার ট্রাভেল ব্যাগ নিয়ে হাজির। সানগ্লাস মাথায়
স্যাট করে বলল,

চল। তন্ময় দাঁড়িয়ে।
' দাঁড়াতে দাও।'
'এহ। দাঁড়াতে দাও। পরে দেখা যাবে, ও আর যাবেই না নিয়ে। "
তাতে কী? ইব্রাহিম ভাইয়ের সাথে যাবা।'
রুবি আপু থমকে গেলেন। নিশ্চয়ই কালকের ঘটে যাওয়া ঘটনার
কথা মনে করছেন। হি হি হি।
রুবি আপু আঁড়চোখে তাকাল,
'পাজি। দ্রুত কর।'
হেসে ফেললাম শব্দ করে। এখন লজ্জা পাচ্ছে। আর আমার সাথে
কীসব আজেবাজে কথা বলেন, তখন লজ্জা করে না।
যাবার সময়, বড় মা খাবার প্যাক করে দিবেন বলে, নাজেহাল
অবস্থা করে ফেলেছেন আমাদের। তার উৎসুক দৃষ্টি তন্ময় ভাইয়ের
উপর।
'ছেলেটা আমার বাহিরের খাবার একদম খেতে পারেনা। গ্যাস্টিক
উঠে যায়। তোরা নিশ্চয়ই এই দু'দিন রেস্টুরেন্টের খাবার খাবি।'

ইব্রাহিম ভাই জানালেন,
টেনশন নিয়েন না । উম, তন্ময়  সব কিছু হ্যান্ডেল করে নিবে। তাই না তন্ময়?'
তন্ময় ভাই বড়দের মতো বড় মা'র মাথায় হাত বোলালেন। আদূরে
ভাবে বড়'মার মাথা চেপে বললেন,
'সমস্যা হবেনা। আসছি।'
বড় মা গলে গেলেন। এবং আমাদের নানান জাতীয় স্ন্যাকস প্যাক
করে দিলেন। তন্ময় ভাইয়ের জন্য ফ্ল্যাক্সে চা দিতেও ভুললেন না।
ইব্রাহিম ভাইও নিজের গাড়ি নিয়ে এসেছেন। যেহেতু মাত্র পাঁচজন
ট্রিপে যাচ্ছি, দুটো গাড়ি নেওয়ার প্রশ্নই আসেনা। তো সকলে যাব
তন্ময় ভাইয়ের গাড়ি করে। তারা  দুজন সামনে বসেছে।
আর আমরা তিনজন পেছনে। আমি জানালার সাইডে। মাঝে দীপ্ত
আর অপর সাইডে রুবি আপু। দীপ্তর নজর গেমসের দিক চলে
গেলো।

চাচাতো ভাই যখন রোমান্টিক লাভার (সিজন ০১) Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ