পর্ব - ২২

30 3 0
                                    

ছাঁদের সিঁড়ি'তে ঝাপটি মেরে দাঁড়িয়ে। পা উঠতে চাচ্ছে না। এ কোন
মসিবত। এমনটা কেন হচ্ছে? প্রতিদিনের তুলনায় আজ বেশ
নেকামো করছি। কোথার থেকে আসে এই নেকামো গুলো? করবো
না নেকামি। দ্রুত পায়ে চার-পাঁচ সিঁড়ি উঠে আবারও দাঁড়িয়ে
পরলাম। বুকের স্রোতের গতিপথ খুঁজে পাচ্ছি না। প্রচন্ড নার্ভাস
লাগছে। অনিহাও, আইরিন দেখে ফেলেছে। তৎক্ষণাৎ আওয়াজ
দিल,
· এই কুনাল ভাই। দ্রুত উঠো।
সকলে চলে এসেছে। তারমানে কতটা দেরি করেছি আমি সেটা আর
উল্লেখ না করি। বুকের ধুকপুকানি নিয়ে ধীরে ছাঁদের দিক চললাম।
সর্বপ্রথম নজরে আসলো, স্পষ্ট লাইটিং দ্বারা ছাঁদের ডেকোরেশন।
চমৎকার এক বড় ছবি ফ্রেম করা সামনে। বড় চাচ্চু আর বড় মা'র।
তারা দুজন সেই ছবিটির সামনে দাঁড়িয়ে। বড় চাচ্চুর পাঞ্জাবী
ধবধবে সাদা রঙ আকর্ষণ কাড়ছে।

তেমন বড় মা'য়ের টকটকে লাল রঙের বেনারসি। দুজনের চমৎকার
কম্বিনেশনের ড্রেস-আপ দেখে, আশেপাশেও নজর গেল। চাচা-চাচী
থেকে ধরে সকলে পাঞ্জাবী আর শাড়ি পরেছে। সেইম ড্রেস ফর
মিষ্টার তন্ময়। তিনিও পাঞ্জাবী পরেছেন। মেরুন রঙের। তার মুখের
দিক তাকাতেই গলা শুঁকিয়ে আসলো। তার এই দৃষ্টির জন্যই তো
সামনে ইচ্ছে হয়না আজকাল। তারউপর আবার পাঞ্জাবি পরিধান করেছি।
ভাবা যায়?
বড় মা'র মুখে আনন্দতা ছুঁয়ে। জ্বলজ্বল চোখে আমার দিক
তাকালেন। লজ্জিত কন্ঠে বললেন,
- দেখ, কুনাল। কী করেছে ছেলেটা। এতবড় ছবি কেউ ফ্রেম করে? তুই
আমায় বল।
আবারও তন্ময় ভাইয়ের দিক চোখ গেল। তিনি এখনও আমার দিক
চেয়ে। আজ যেন আমার শরীরের সব শক্তি সে কেঁড়ে নিচ্ছে তার
চাহনি দিয়ে। লোকটা এমন কেন করছে? হালকা হেসে জবাব
দিলাম,

- বারে। এনিভার্সিরি বছরে একবার আসে বুঝলে। এতটুকু কিছুই
না।
বড় চাচ্চু বেশ আনন্দে আছেন। কী সুন্দর ভাবে স্ত্রী আর ছেলে'কে
নিয়ে দাঁড়িয়ে। তিনজন কে একসাথে চমৎকার দেখাচ্ছে। আইরিন
চেঁচাচ্ছে,
- তন্ময় ভাইয়া, ক্যামেরা সামনে। কুনাল'কে পড়ে দেখে নিও। আপাতত
ছবি তুলে যাও, আমরা তুলব।
বড়ো'রা সকলের একসাথে এখানে। কী লজ্জাজনক পরিস্থিতি।
এটা এভাবে বলার বিষয়? লজ্জায় আর মুখ তুলতে সক্ষম হলাম
না। আরিফ ভাইয়া এসেছে পাশে। দুষ্টু স্বরে বলতে লাগলো,
- আমরা তো জানতামই না, আমাদের এই ছোট্ট কুনাল তন্ময়ের
হবু লাইফ পার্টনার। আমাদের জানালে না কেন? লুকিয়ে লুকিয়ে দুজন বেশ
ছিলে, হু? ভাগ্যিস আম্মু বলেছিল। নাহলে অন্ধকারে রাখতে।
আমি কী কম লজ্জায় ছিলাম? হ্যাঁ? আর কত লজ্জায় পড়তে হবে
আজ? আর কী বলতাম? আমি নিজেও জানি না ভালভাবে।
আপনাদের কি বলব?

চাচাতো ভাই যখন রোমান্টিক লাভার (সিজন ০১) Where stories live. Discover now