পর্ব - ১৫

34 3 0
                                    

চুল গুলো এমন কাকের বাসা করে রেখেছিস কেন?'
নিচুস্বরে জবাব দিলাম,
এখন তো ঘুমাতে যেতাম তাই।'
এবার একটু শক্ত করে ধরলেন। কানের কাছে মুখ এনে বললেন,
'  🌟বিয়ে করবি তো আমায়?'🌟

এমন প্রশ্নের কী জবাব দিব? সত্যি কি এই প্রশ্নের জবাব দিতে আমি
প্রস্তুত? হ্যাঁ, নিশ্চয়ই তার প্রতি আমার অনুভূতি রয়েছে। যার নাম
আদৌও আমি খুঁজি'নি। সে হঠাৎ এক নতুন পৃথিবী আমার সামনে
খুলেছেন। যার অস্তিত্ব যে ছিলো একদমই জানতাম না। না জেনেও
সেই পৃথিবী ভ্রমণ শুরু করেছি। এই ভ্রমণ আর শেষ না হোক।
একদম শেষ না হোক। একটু ধীর কন্ঠে বললাম,
' যদি না বলি?
বলেই  আমি ঢোক গিললাম। থাপ্পড় না মারলেই হচ্ছে। সে ভ্রু উঁচু
করলেন,
' আচ্ছা। দেখি না বলে দেখা। '
' অবশ্যই আমি না করতে পারবো। আমার ডিসিশন।'
' অবশ্যই। আই এম ওয়েটিং। '
সে সত্যিই অপেক্ষা করছে না শোনার জন্য? আমি চেষ্টা করলাম।
কিন্তু না'টা মুখে আসছেই না। তাকে না করার

ক্ষমতা কী আমার নেই? আমি আঁড়চোখে অন্যদিকে তাকালাম,
'এভাবে তাকিয়ে থাকলে হচ্ছেনা।'
এটা কেমন কথা। না'তো আমার মুখের উপর বলতে হবে। চোখে
চোখ রেখে। কামওন ইউ ক্যান ডু ইট।'
গোমড়া মুখে বললাম,
'না শোনার জন্য এমন উতলা হলেন কেন? '
সে হাসলেন।
' কারণ তুই পারবি না।'
এতো আত্নবিশ্বাস ভালো না।'
ভেঙে দেখা আত্নবিশ্বাস।'

মাথা নিচু করে রইলাম। আমিতো সত্যিই পারবো না। সে আমার গাল
টেনে ধরলেন। তারপর ধীরে আমার চুল টেনে ধরলেন এবং নিশ্চুপ ঠোঁটে তার আঙুল
ছোঁয়ালেন,

জবাব নিয়ে সামনে আসবি আমার।'
চুল ছাড়লেন এবং কাঁপতে থাকা আমাকে রেখে চলে গেলেন।
কী ধরনের শয়তান এটা? জবাবের জন্য লাফাচ্ছে। সে কী আমাকে
প্রপোজ করেছে, যে জবাব দিব। আজীব। সকলের সামনে বলেছেন
বিয়ের কথা। আর আমাকে? বিয়ে করবি? এটাই তার প্রপোজ?
আমাকে পছন্দ করেন নাকি ভালবাসেন সেটাতো বলেননি। হুহ।
আমিও কিচ্ছু জবাব দিবনা। যাব ও না সামনে।

বাড়িতে আজ ভিন্ন আমেজ। সকলে এদিকসেদিক ছোটাছুটি
করছে৷ কেউ ঘর পরিষ্কারের কাজে, তো কেউ রান্নাঘরে। ছোট চাচী
সবকিছু পরিবর্তন করছেন। চাদর, পর্দা আরও হাবিজাবি। বড় মা
রান্নাঘরে। মা কাটাকুটি করছেন। রুবি আপু ঘুম থেকে উঠে রূপ
চর্যায় অত্যন্ত ব্যস্ত। দীপ্ত ড্রয়িংরুমে টিভি দেখছে। আমিও সেখানে
গেলাম। আলগোছে পা তুলে বসে পড়লাম। কোলে বালিশ চেপে
দীপ্ত'কে হুকুম দিলাম,,
‘যাহ, আইসক্রিমের বক্স নিয়ে আয় ফ্রিজ থেকে।'
ও ভ্রু কুঁচকাল,
'আইসক্রিম ফ্রিজে? পরশু না শেষ হয়ে গেলো?'
আশপাশ তাকিয়ে বললাম,
'তন্ময় ভাই'কে দেখেছি রাত্রে আনতে।'
দীপ্ত দৌঁড়ে গেল। সাথে চামিচ আর বক্স আনলো৷
দুজন বেশ খাচ্ছি আর মুভি দেখছিলাম। মাহেশ বাবু'র ভারাত
চলছে। আহা, যখন প্লেন থেকে নামার সিন'টা আসে।

চাচাতো ভাই যখন রোমান্টিক লাভার (সিজন ০১) Место, где живут истории. Откройте их для себя