পর্ব - ১১

41 4 0
                                    

রবিন ভাইয়ের জবাব,
–' তাহলে থেকে যাও। কাল বড় চাচ্চু এসে নিয়ে যাবে।
--’ আসবেন না।
তন্ময় ভাইয়ের মুখ খুলল,
--' আসবে কাল। যাচ্ছি আমরা।'
তন্ময় ভাই বেরিয়ে গেছেন। সে যেহেতু বলেছে, বড় চাচ্চু আসবেন।
তাহলে সত্যিই আসবেন। নানু সকলের হাতে বড়বড় বক্স ধরিয়ে
দিলেন। বড় মা বললেন,
'
--' সাবধানে যাস।
আমি মাথা দোলালাম।
--' আচ্ছা। আসি।'
গাড়িতে উঠতে গিয়ে আরেক ঝামেলা। রুবি আপু সুমনা'কে উদ্দেশ্য
করে বলল,
--' সুমনা, তুমি কি ভীতু? মানে অন্ধকার ভয় পাও?'
-' আররে না।'

- আহ, বাঁচা গেলো। আমি আর রবিন প্রচন্ড ভীতু। সাহসী, তুমি
থাকলে ভয় কম পাব।'
বলতেই সে সুমনা'কে এক প্রকার, জোরপূর্বক গাড়িতে বসিয়ে দেন।
তন্ময় ভাইকে দুষ্টু হেসে বলল,
-- সাবধানে আসিস।'
আমার শ্বাস কিছুক্ষণের জন্য বন্ধ হওয়ার জোগাড়। রবিন ভাই সেই
গাড়িতে ঢুকছেন। তারমানে, তারা আমাকে একা পাঠাচ্ছেন? তন্ময়
ভাইয়ার সাথে? পৃথিবীর সবচেয়ে দ্রুত গতিতে, আমি রুবি আপুর
হাত ধরলাম।
— না। প্লিজ। সবাই মিলে ভাগাভাগি করে যাই।
তাই না? প্লিজ।'
রুবি আপু বড়সড় না করে দিলেন।
-'প্লিজ।'
এতো ভয় পাচ্ছিলাম বলার বাহিরে। পছন্দের ব্যাপারটা নিয়ে,

আমি এখনও ঝটকায়। তারউপর তন্ময় ভাইয়ের সাথে থাকলে,
আমি পর্যাপ্ত শ্বাস নিতে অক্ষম। নির্ঘাত শ্বাস আটকে মরে যাব।
নাহলে হার্টঅ্যাটাক।
রুবি আপু আমার দিক মাথা আনলেন। ধীর আওয়াজে বললেন,
'সুমনা'কে একা তন্ময়ের সাথে পাঠাই দি? তোর যেহেতু এতো
সমস্যা।
ধীরে বলেছেন? উঁহু। এতটা ধীরে বলেননি। নির্ঘাত তন্ময় ভাই
শুনেছেন। আমার কাঁদো কাঁদো মুখ দেখে, বিরক্তিকর শ্বাস
ফেললেন আপু,
--' আজীব কুনাল। দু ঘন্টার রাস্তা। আর আমরা আগপাছ যাব।
পাশাপাশি।
ব্যস। আপু চলে যাচ্ছে। আমার এতো অনুরোধ, কিছুই গায়ে নিলেন
না। আমারও দিন আসবে। জ্বালিয়ে মারব।
এদিকে তন্ময় ভাই কোনো কথা বলছেন না। একভাবে দাঁড়িয়ে।

তার কী ইচ্ছা অনিচ্ছা কিছুই নেই? সে বললে কি এমন করতো?
সাহস পেতো?
ওদিকে ভেতর থেকে সুমনার আওয়াজ,
– ওদের সাথে যাই। তিনজন তিনজন হবে।'
রুবি আপুর মিষ্টি জবাব,
-' কুনালের সাথে আমার লেগেছে। আর তোমাকে আমার অনেক
ভাললাগে। তা তো জানোই। একটু কথা শেয়ার করব।
শুনবে না?
সুমনা'র না বলার রাস্তা আপু রাখলেনই না।
এতো ঝামেলা যাকে নিয়ে, তার মাথা ব্যাথা নেই। একদম শান্ত।
অথচ সুমনা তো তার জন্যই এমন করছে। তার দ্বায়িত্ব নেই?

চাচাতো ভাই যখন রোমান্টিক লাভার (সিজন ০১) Where stories live. Discover now