পর্ব - ০৪

54 5 0
                                    

আমি দ্রুত ফ্রেশ হয়ে নিলাম। কলেজের ড্রেস সহ ব্যাগ সবকিছু
গুঁছিয়ে বিছানায় রাখলাম।

এখনও সময় আছে তাই পড়তে বসে
পরলাম।

আমার এখনও শেষ ক্লাসের পড়া কমপ্লিট হয়নি।

কিন্তু বেশিকিছুক্ষন পড়তে পারলামনা। কারণ সুমনা এসেছে। বড় মামার মেয়ে এটা।

আমরা একই বয়সের এবং একই কলেজে পড়ছি।

ইথি নিশ্চয়ই জেনে গেছে তন্ময় ভাই এসেছে।

তাই দ্রুত কলেজ ড্রেসে হাজির।
এ আবার তন্ময় ভাইয়ের দেওয়ানী।

তন্ময় ভাই বলতেই পাগল। আমি বইটা বন্ধ করে ফেললাম। সুমনা এসে ব্যাগ'টা
বিছানায় ফেলেই দরজা থেকে উঁকিঝুঁকি দিতে লাগলো। এবং
ফিসফিস আওয়াজে প্রশ্ন করলো,

তন্ময় ভাই আসছে জানাস নাই কেন?

আমি এক্সকিউজ দিয়ে দিলাম।
--' ফোন ভেঙে গেছে।

আল্লাহ কেমনে

এভাবেই।'
সুমনা সন্দেহ দৃষ্টিতে আমার দিক কিছুক্ষণ
তাকালো। তারপর হঠাৎ
আয়নার সামনে নিজেকে পর্যবেক্ষণ করলো

- আমাকে ঠিক দেখাচ্ছে তো? আজ দু'বেনী
করেছি। আমাকে নাকি প্রচন্ড সুট করে।
কেমন লাগছে?'

আমি কিছুটা হাসলাম। সুমনা এমনিতেও দেখতে মাশাল্লাহ। লম্বা
তার হাঈট, গায়ের রঙ ফরসা, লম্বা ঘন ব্রাউন রঙের চুল।

কিন্তু, আজ একটু বেশিই সুন্দর ভাবে, সেজেগুজে এসেছে। কারণ
একটাই। তন্ময় ভাই বাড়িতে। আমি টেবিল গোছাতে গোছাতে
বললাম,
-' মাশাল্লাহ।'
-
সে খুশিতে গদগদ হয়ে গেলো। কাজল আরেকটু ঘনো করে
লাগালো। তারপর বেরোতে বেরোতে বলল

যায় উকি ঝুঁকি দিয়ে আসি

গেলো তাহলে মেয়েটা। উফ। এমন সুন্দর সুন্দর মেয়েরা এই
খারুস'কে কেনো পছন্দ করে?

পাশের বাড়ির কুলসুম এবং তার বড়
বোনও তন্ময় ভাইর কথা জিজ্ঞেস করবে।

আবার আমার ক্লাসের
সাথীরা কয়েকটা পাগল করবে এভাবে,
-' তন্ময় ভাইয়ের নাম্বার'টা দে না। প্লিজ।'
তো এমন অনেক। এগুলো ভেবে লাভ নেই।

চাচাতো ভাই যখন রোমান্টিক লাভার (সিজন ০১) Where stories live. Discover now