পর্ব ২

1.6K 51 0
                                    



ইলা অার অামি সমবয়সী হলেও, ইলা পড়াশোনায় অামার জুনিয়র ছিলো।ইলা তখন ইন্টারমিডিয়েট দিয়েছে সবে।অামি অনার্স ফার্স্ট ইয়ারে।
অামরা তখন সিলেটে, অামি এম.সি কলেজে পড়ছি, চুটিয়ে মডেলিং করছি।টিভিসি করছি, অল্প বিস্তর!ফিল্মের জন্য স্ট্রাগল করছি। চেহারায় অামার তখনো পুরোপুরি কৈশোর কাটেনি, ম্যাচিউরড কোনো রোল পাচ্ছি না।তাই অভিনয় করা হয়ে উঠছে না।ইলারা ঢাকায়।মা অগ্রগামী স্কুলের টিচার।অাপুর গ্রাজুয়েশন শেষ। এর মধ্যে অাপুর বিয়ে ঠিক হলো, ছেলে এটোমিক এনার্জিতে চাকরি করে।ভালো পাত্র! মা হাত ছাড়া করতে চাইলেন না।

ইলার অার অামার,
ছোটবেলা থেকে টুকটাক যা ভালো লাগা ছিলো , তাঁর অানুষ্ঠানিক রূপ পেলো অাপুর বিয়েতে।
বিয়ের অনুষ্ঠানে অামার দাদু বাদে সব ফুফুরা এলেন।ইলাও এলো।ইলা তখন ডগডগে কচি সুন্দরী, কোমড় অবধি চুল, খাড়া নাক, ঘন ব্রু! পুরো শরীর যেনো একটা রোমান্টিক কবিতা।

হলুদের রাতে ইলা অামার ঘরে ঢুকেই বললো,
-------দরজা বন্ধ করে, অামায় একটু অাদর করো তো, রওনক ভাই।তোমার যে অামি অাছি, তাতো তুমি ভুলেই গেছো!!
অামি দরজা বন্ধ করলাম।
ইলাই অামায় পেছন থেকে জড়িয়ে ধরলো, অভিযোগের মত করে বলল,
------মডেলিং কি প্রফেশনালি নিবে রওনক ভাই?
-----সুযোগ পেলে তো নিবোই! তবে ফিল্মে অভিনয়টা করতে চাই মন থেকে।
-----অভিনয় করতে গিয়ে অাবার নায়িকাদের সাথে শুয়ে যাবে না তো??
------অামার যদি শোয়ার সাহস থাকতো, তোর সাথে সেই কবেই...
-----অামার নাচ কেমন হলো? দেখি, বলোনা.. নাচ কেমন হলো??
------ জঘন্য হয়েছে।একটু পরপর তোর ওড়না সরে যাচ্ছিলো, নাভি দেখা যাচ্ছিলো।সবাই দেখলোও তো....
------ইশ!! অামার বাবুটার কি হিংসে! অাহালে, অাহালে! অার তুমি যে মেয়েদের কোমড় ধরে ধরে মডেলিং করছো।তাতে বুঝি অামার রাগ হয়না??
অাচ্ছা, তোমার যদি সত্যিই কোনোদিন নাম হয়ে যায়।সেদিন যদি....
-----চুপ করবি।তুই চাস না, অামার নাম হোক?
------অামার তো তোমাকেই চাই রওনক ভাই।

সেইরাতেই অামি অার ইলা একটা অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললাম।অামরা বিয়ে করবো।অাপুর বৌভাতের দিন রাতে লুকিয়ে বিয়েটা করলামও।বিয়ের পরে বাসর কই হবে?? এদিকে ইলাদের চলে যাবারও তাড়া।
এক বন্ধুকে মেনেজ করলাম।সে হোটেলে রুম যোগাড় করে দিলো।বাসা থেকে বের হয়ে রিকশায় উঠতেই ইলা বলল,
-----ভয় করছে রওনক ভাই।
-----ফিরে যাবো?
----- না, থাক চলো!
একটু পরেই ইলা কাঁদো কাঁদো স্বরে বলল,
------যদি বাচ্চা হয়ে যায়?
এইবার অামি ভয় পেলাম।নিজের ভয় লুকিয়ে বললাম,
------কি ওষুধ টষুধ যেনো অাছে? খেয়ে নিবি।
ইলা অামার কানের কাছে মুখটা নিয়ে নিয়ে ফিসফিসিয়ে বলল,
------যদি জ্বর টর হয়ে যায়?
-----জ্বর হতে যাবে কেনো?
-----সোমার তো বিয়ের পরদিনই খুব জ্বর হলো।প্রথমবার এসব করলে নাকি জ্বর হয়?
------সোমাটা কে?
-----ওই যে অামার নাখাল পাড়ার বান্ধবীটা।গত মাসেই যার বিয়ে হলো।তারপর তো পুরো তিনদিনই গায়ে গায়ে জ্বর ছিলো।

নিনীকাNơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ