পর্ব ৯

1.2K 47 0
                                    



রওনকের ফোনটা কেটেই নিনীকা বড় ফুফুকে ফোন করলো,
-----হ্যালো ফুফু,
----- এত রাতে ফোন কেনো নিনী?
-----ফুফু তুমি এক্ষুণি চলে অাসো তো! খুব দরকার।
------ঢং করবি না, রাত কয়টা বাজে দেখেছিস?
------অামার এত বড় একজন হিরোর সাথে বিয়ে, অার তুমি অামায় ধমকাচ্ছো? পাপা সামনেই অাছে;বলবো?
ফুফু হেসে ফেললেন,
-------সকালে অাসি?
-----না ফুফু।এখনি অাসো।অামরা রাতভর হিরোসাহেবের মুভি দেখবো।
মুখের উপর হাত রেখে
ফিসফিস করে নিনীকা বলল,
------ফুফু তাঁর নাকি, একটা দোষ অাছে সেটাও দেখবো।তোমার ড্রাইভার কি জেগে? নাহলে অামি গাড়ি নিয়ে অাসি?
-------তোর অাসতে হবে না, অামি দেখছি।

ফোন রেখে জুঁতোটা হাতে নিতে নিতে নিনীকা বলল,
ছাঁদে শুবো না পাপা, ফুফুর সাথে সারারাত তোমাদের জামাইর মুভি দেখবো।
নিনীকার পাপা বিস্মিতভাবে বললেন,
-----জামাইটা কে?
নিনীকা হাই তুলতে তুলতে বলল,
------রওনক রাজ!
পাপা হেসে ফেললেন, নিনীকার গাল টিপে দিয়ে বললেন,
------তুমি যে একটা পাগলী, সেটা কি জানো মামণি??
নিনীকাও তাঁর পাপার গাল টিপে দিয়ে বলল,
-------বিসিএস এবার অামি দিচ্ছি না,পাপা।মন দিয়ে, সময় নিয়ে বিয়েটা করবো।তাঁকেও বলো, শূটিং থেকে যাতে ছুটি টুটি নেয়।জীবনের সবথেকে সুন্দর অধ্যায়ের নাম বিয়ে।সো নো হেলাফেলা।বি এটেনটিভ...

পাপা হাসলেন।
-----অামি যাই পাপা। তুমি কি নামবে এখন?
পাপা ঘড়ি দেখতে দেখতে বললেন,
-----অারও কিছুক্ষণ থাকবো মামণি! গুড নাইট!
নিনীকা অনুরোধের গলায় বলল,
-----মা কে পাঠিয়ে দিই?সি ইজ ভেরি লোনলি পাপা!
নিনীকার পাপা দৃঢ়কণ্ঠে বললেন,
-----নো!

নিনীকা যেতে যেতে বলল,
------ অামার বিয়ের পর যদি এভাবে মায়ের উপর রাগ করে থাকো তখন অামি কঠিন অভিমান করবো।কঠিন! তোমাদের জামাইকেও অাসতে দিবো না।

নিচের ঘরে এসেই নিনীকা দেখলো, দাদীমা ডাইনিং টেবিলে, মাও সাথে! নাসিদা খালা ধমক খাচ্ছেন।
নিনীকা চেয়ার টেনে বসতে বসতে বলল,
------ব্যাপার কি মা? কি হয়েছে?
-----নাসিদার চাকরি নট।একে এক্ষুণি বিদায় করে দেয়া হচ্ছে।
-----তাই নাকি? নাসিদা খালা, এতোদিনে তুৃমি মুক্তি পেলে তাহলে! কনগ্রাচুলেশনস!
দাদীমা ধমকের গলায় বললেন,
-----এর পেটে কোনো কথা থাকেনা।অামরা সারাদিন পরিকল্পনা করে তোকে চমকে দেওয়ার ব্যবস্থা করলাম।সে তোকে বলে দিলো?
------কি বলে দিলো??
-----তোর বিয়ের কথা! তোর মা ১৫পদ রান্না করলো।তোকে খেতে দিয়ে চমকে দিবে।অর্ডার দিয়ে কেক অানা হলো, এই দ্যাঁখ কেক খেয়ে কি অবস্থা করেছে?

নিনীকাWhere stories live. Discover now