পর্ব ১০

1.2K 47 1
                                    



রওনকের মুভি দেখতে বসেই, নিনীকা বলল,
-----ভালো লাগছে না ফুফু। মুভি বন্ধ! চলো ওর ইন্টারভিউস গুলো দেখি;
-----কেনো মুভিতে খারাপ কি?
------খারাপ না, এমনিই..
----- তোর নায়ককে দেখ, দুমদাম নায়িকা কোলে নিয়ে নিচ্ছে, গুন্ডা মারছে, অামার তো দারুণই লাগছে।এঁই নাকটা দেখেছিস নিনী, কি খাড়া!!বিয়ের পর নাকটা টিপে ধরিস তো....
------ছিঃ ফুফু!
------- হিরোর ফুফুশাশুড়ি হচ্ছি, অামি তো ভাবছি, এই বুড়ো বয়সে রিবন্ডিং টা করিয়েই নিবো।
ও'র চোখদুটো দেখেছিস, যেনো সবসময়ই হাসছে..
------দেখাশোনাটা ভালো হওয়া কোনো ব্যাপারনা ফুফু। অামারতো চিন্তা হচ্ছে লোকটার বুদ্ধি নিয়ে.... এই যে ধরো অামি ফোন করলাম, সে কি বুঝতে পেরেছে? যদি বুঝেই থাকে, তাহলে সে কেনো ব্যাপারটা ঘাটালো না? হোয়াই?
------দু-ঘন্টা হলো ফোন করেছিস, রাত তো অার পেড়িয়ে যায়নি?
------এটা একটা নরমাল অাইকিউয়ের ব্যাপার ফুফু! এত সময় কেনো লাগবে? পরে যদি দেখা যায়, বোকার হদ্দ..

নিনীকা গভীর চিন্তায় পড়লো! টিভিটা সুইচ অফ করে ফুফুর মুখোমুখি হয়ে বসে বলল,

------ও ফুফু, সত্যিই যদি এরকম হয়?
সে কি ধরতে পারেনি?
এত বড় হিরো, দেখা গেলো মাথার ভেতরে বুদ্ধি শূন্য! একদম ঘাসে মুখ দিয়ে চলে, তো??

লম্বা হয়ে পাশ ফিরে শুয়ে পড়তে পড়তে ফুফু বললেন,
------গরুটাইপ হলে খারাপ কি? যখনি হাম্বা হাম্বা করবে, মুখে ঘাস ঢুকিয়ে দিবি।ব্যস হাম্বা বন্ধ! তোর রান্নাবান্নার ঝামেলা ঘুঁচলো।গুড নাইট নিনী।বাতি নেভা তো!

এবং প্রায় সাথেই সাথেই পাশ ফিরে বললেন,
------তুই অাসলে রওনকের ফোনের অপেক্ষায় অস্থির হয়ে অাছিস নিনী। তোর মন চাচ্ছে, রওনক ফোন করুক।জিজ্ঞেস করুক, কৌতুহল দেখাক! কিন্তু তোর অাত্ম-অহংকার সেটা স্বীকার করতে চাচ্ছে না, এইজন্য তোর সাব-কনসাশ মাইন্ড যুক্তি দাঁড় করাচ্ছে সে বোকা.....
ঘুমো তো??

নিনীকা শকডভাবে হাসলো!
সত্যিই কি ফুফুর কথা ঠিক??

না না এরকম হতেই পারেনা! চেনা নেই, জানা নেই, দেখা নেই, কথা নেই এরকম একজনের জন্য তাঁর মন কেমন করবে কেনো?? অাশ্চর্য!!
বাতিটা নিভিয়ে এসে অন্ধকার বারান্দার রেলিং ধরে নিনীকা স্টাক হয়ে দাঁড়িয়ে রইলো....
অাগে কি কখনো তাঁর এমন ভেতরে ভাংছিলো, কই নাতো?

নিনীকাWhere stories live. Discover now