নিনীকা ১৮

1.3K 46 0
                                    


হলুদের রাতে নিনীকা এক ফোঁটা ঘুমানোর সুযোগ পেলো না। শেষরাতে ঘরে একটু একা থাকবার সুযোগ পেয়েছিলো অবশ্য; বড়ফুফু এসে বাগড়া দিলেন। নিনীকার বিছানায় শুয়েই বললেন, নিনীকা দরজাটা ভিজিয়ে দিয়ে তুই অন্য ঘরে যাতো। অামি তোর ফুফার সাথে একটু কথা বলবো ফোনে।
------কথা বলবে তো, অামার সামনেই বলোনা। অামি ডিস্টার্ব করবোনা।
নিনীকা শুয়ে পড়লো পাশেই, রাত জাগনা তাঁকে খুব কষ্ট দিচ্ছে। পেট পাকাচ্ছে, ক্ষুদা নষ্ট হয়ে গেলে যেমন লাগে। মাথা বিশ্রী জ্বালা করছে।নিনীকা উঠে গিয়ে একটা ৭.৫ মিলিগ্রামের মিরটাজ গিলে নিলো। ব্যস এখন দু-ঘন্টা ঘুমিয়ে নিলেই, সারাদিনের ধকল নেয়ার জন্য শরীর রেডী হয়ে যাবে।

নিনীকা ঘুমোনোর চেষ্টা করলো।
কিন্তু বড়ফুফু এত হাই টোনে কথা শুরু করলেন যে ঘুমানো ইম্পসিবল। নিনীকা উঠে বাথরুমে গেলো।মুখে-চোখে পানির ঝাপটা দিয়ে নিজের দিকে তা্ঁকালো একটু! ক্লান্ত, দুঃখী চেহারা। নিনীকা হাসার চেষ্টা করলো।
অাচ্ছা সব মেয়েরই কি বিয়ের সময় এমন ক্লান্ত লাগে??
অবসাদ ভাংতে নিনীকা গুণগুণিয়ে উঠলো,

"পুরোনো এক প্রেমের গল্প সত্য কিংবা মিছে,
"সম্পর্কের এই ভাংগা গড়া অাতস কাঁচের নিচে......

না গান ভালো লাগছে না। ওষুধের একশান শুরু হয়ে গেছে.... চোখের পাতা ভারী লাগছে।
কমোডের ঢাকনা
ফেলে তাঁর উপর ফ্লাশে হেলান দিয়ে বসলো সে, এভাবে একটু ঘুমিয়ে নিলে কেমন হয়? এরকম তো সে অনেক ঘুমিয়েছে অাগে!!

নিনীকার ঘুম ভাংলো, বড় ফুফুর চেঁচামেচিতে। তিনি দরজায় দড়াম দড়াম শব্দ করে ধাক্কাচ্ছেন। নিনীকা দরজা খুলতেই বললেন,
-------কিরে নিনী? পেট খারাপ করেছে নাকি? পেট খারাপ কি করে হলো? ওষুধপাতি খেয়েছিস কিছু?
নিনীকা জবাব দিলোনা, গাঢ় ঘুমটা ভেঙ্গেছে তাঁর।শরীর টলছে।টালমাটাল শরীর টেনে নিয়ে সে কোনোক্রমে বিছানায় এসে ধপাশ করে শুয়ে পড়লো!
বড়ফুফু অাৎকে উঠলেন। প্রায় চিৎকার করেই বললেন,
------ ও মাই গড! তোর তো সিরিয়াস অবস্থারে নিনী।শরীর তো পুরো ছেড়ে দিয়েছে। ক'বার হলো? বেশি পাতলা??

নিনীকাDär berättelser lever. Upptäck nu