নিনীকা-২৫

2.7K 106 28
                                    


ওয়াশরুমে থেকেই নিনীকা ডাকলো,
-------এক সেট কাপড় দিন অামায়, শাওয়ার নিয়েই বের হবো।গা ভিজিয়ে মনে হলো কাপড় নেই।

রওনক সিগারেট লুকিয়ে বড় একটা তোয়ালে নিনীকার হাতে দিয়ে বলল,
------অাপনার কাপড় অামি মিলিয়ে বের করতে পারবো না।এটা দিয়ে কাজ সারুন অাপাতত!
তোয়ালে হাতে নিতে নিতে একটুখানি মুখ বের করে নিনীকা রিকোয়েস্ট করে বলল,
-------মদ পাওয়া যাবে কোথাও বা গাঁজা? অামার অনেক দুঃখ দুঃখ লাগছে।মদ খেলে নাকি কষ্ট কমে???

রওনক স্পিচলেস! সে রাগ করে সিগারেট ফু্কঁছিলো। এই মেয়ে তাঁরও ২ডিগ্রী উপরে।নিনীকা ওয়াশরুম থেকে অাবার চেঁচালো,
-----পাওয়া যাবে?
যথাসম্ভব ধমকের স্বরে রওনক বলল,
------অামার খুবই নিয়মমাফিক জীবন, হিসেবের বাইরে একচুমুক পানিও নয়, অাবার মদ! অাপনি পাগল হয়ে গেছেন ডক্টর!!

শাওয়ার শেষে নিনীকা টাওয়াল মুড়িয়ে বের হয়ে রওনকের সামনে এসে দাঁড়ালো।চুল মুছেনি একটুও নিনীকা।সারাফ্লোরময় টুপটুপ পানি! রওনক হাঁ করে তাকিয়েই অাছে।থাকুক তাকিয়ে; শরীর নিনীকার কাছে তুচ্ছ ব্যাপার। তাঁর থেকে মনের অভিমান অনেক বড়; তাঁর কাছে.......রওনক তো অার দেখে শুনে বিয়ে করেনি নিনীকাকে।

...একদিকে মাথা নুইয়ে চুলে হাত দিয়ে ঝাঁকি দিতে দিতে
খুব সহজভাবে সে বলল,
------- রেগে থেকে বেশি কষ্ট অামিই পাচ্ছি। তাই ঠিক করেছি, একেবারে সব বাদ দিয়ে দিবো।
ফর্সা অার্মপিট দেখা যাচ্ছে। রওনকের দৃষ্টি ওদিকে।
নিনীকা অাবার বলল,
------সব বাদ্।নো বেগুন খেত, নো ছাগলের যন্ত্রণা; বুঝলেন নায়কসাহেব!

রওনক তড়াক করে উঠে গিয়ে নিনীকাকে জড়িয়ে ধরলো! ঘাড়ের কাছে চুমু খেয়ে বলল,
------রাগ তাহলে একেবারে গেলো।উফ্ অামার যে কি চাপ লাগছিলো!!
দু -হাত ছাড়িয়ে নিয়ে নিনীকা বলল,
------- রাগের কথা কে বলল? অাপনাকে একেবারে বাদ দিয়ে দিবো, সেটা বললাম!
------ওহো তাই নাকি?অামাকে এখনো বাদ দেননি তাহলে?
রওনক দরজাটা লক করে এসে,
নিনীকার তোয়ালেটার পিঠের দিকের অংশটা খুলে নিয়ে বলল,
------ ওহো চুল মুছে দিচ্ছি অাপনার শেষবারের মত......
তোয়ালেটা শক্ত করে চেঁপে ধরলো নিনীকা।
------এত সখ তো, নিজের তোয়ালে দিয়ে মুছুন না, এটা কেনো টানছেন? রওনক নিজের গায়ের টি-শার্ট খুলে বলল,
-----ওকে, এটা দিয়ে মুছে দিচ্ছি তাহলে।
নিনীকা সড়তে গেলেও রওনক ছাড়লো না। শক্ত করে টেনে ধরে বলল,
-------এক ঘুষিতে ১০গুন্ডা মারতে পারি অামি। এক নিনীকা তো কিছুই না।
নিনীকা ফিসফিস করে বলল,
-------ছাড়ুন অামাকে, ছাড়ুন....লাস্ট উইকে অাপনি অামায় ফোন করেছেন মাত্র দু-বার।এটা সম্পর্ক?

নিনীকাWhere stories live. Discover now