পর্ব ৬

1.3K 51 6
                                    



বেরোবার অাগে নিনীকা দাদীমার,ঘরে উঁকি দিলো।দাদীমা সিগারেট ফুঁকছেন অায়েশ করে।
------দাদীমা একটা অার্নেস্ট রিকোয়েস্ট ছিলো।শুনবে??
দাদীমা জায়গা থেকে একটুও না নড়ে বললেন,
----- শুনছি বল।তুই লিপস্টিক দিয়েছিস কেনো?হুকুম ভুলে গেছিস?বিয়ের অাগে,নো সাজগোজ! বিয়ের পরে জামাই বগলে নিয়ে ইচ্ছামত সাজবি!
নিনীকা এপ্রোনের উল্টোপিঠের হাতায় লিপস্টিক মুছে নিয়ে বলল,
-----বিকেলে তোমার যে মিসকিনরা খাবে, তাঁর সাথে অামার কয়েকটা বন্ধুকেও খেতে বলি?
-------কেনোরে? তোর বন্ধুগুলোও মিসকিন নাকি?
------ওরা মিসকিন না দাদীমা।ওদের অবস্থা অারো খারাপ। ফকিরের কাছাকাছি ! বেশিরভাগেরই মা-বাবা নেই ঢাকায়; একা থেকে পড়ছে।তুমি এলাউ করলেই বলবো!
-------ক'জন?
-----পারহেপস হান্ড্রেড বা হান্ড্রেড সামথিং! বলবো??
দাদীমা তাচ্ছিল্যভরে বলল,
-----ডিনারে বল ওদের, নাহলে অামার মিসকিনদের ওরা অাবার ডিস্টার্ব করবে।

নিনীকা অানন্দিত কণ্ঠে বলল,
----- থেংক য়ু মাই সুইট দাদীমা। তুমি কি একটু দরজায় অাসবে, অামি তোমায় একটা চুমু খাবো?
----- চুমু খেতে হবে না এখন, দেখিস না অামি বিড়ি ফুঁকছি।
নিনীকা একটা ফ্লায়িং কিস ছুড়ে দিয়ে বলল,
-------ইউ অার দ্য বেস্ট দাদীমা ইন দিস ওয়ার্ল্ড! লাঞ্চে বড় ফুফু অাসবে, অামায় ফোন করে বলল, নিনী, মা নাকি ভুত দেখেছে অাবার! অামি দুপুরবেলায়ই অাসছি।
দাদীমা রাগান্বিত কণ্ঠে বললেন,
------ভুত দেখেছি অামি, সে অাসছে কেনো?। বুইরা ধামরি একটা, দিনের মধ্যে ১৪বার তার বাপেরবাড়ি অাসা লাগে।তাঁর ইশকাডালি কথার অামি ধার ধারি না। এখন কি সে ভুতের মেনেজার সাজছে? অামি ভুত দেখলেই তাঁর অাসতে হবে?

নিনীকা অসহায় মুখ করে বলল,
-----অামি তো না ই অাসতে বললাম ফুফুকে, অামায় বলে কিনা, অামার বাপের বাড়ি, অামি একশবার যাবো, তুই না বলার কে??
দাদীমা রাগে গজগজ করতে থাকলেন।নিনীকা গাড়ির চাবিটা নিয়ে সানন্দে বেড়িয়ে এলো।
দাদীমা বড় ফুফুকে একদম সহ্য করতে পারেন না।কারণ বড় ফুফুই একমাত্র ব্যক্তি যিনি লজিক ছাড়া, কোনো জিনিস সহজে বিশ্বাস করেন না।সবসময়ই রেগে থাকেন, সব বিষয়েই তিনি হাইলি কেয়ারফুল এন্ড ডিটারমাইন্ড!তবে নিনীকার ব্যাপারে তিনি একটু সফট হার্টেড এবং এ বাড়িতে নিনীকার সাথেই তাঁর ভালো সম্পর্ক!

নিনীকাWhere stories live. Discover now