পর্ব ৮

1.3K 44 0
                                    



নিনীকার বাবা ফিরেই একটা বিশাল গুড নিউজ দিলেন।
চিত্রনায়ক রওনক রাজের মা নিনীকা কে পছন্দ করেছেন। তাঁর পুত্রবধু করতে অাগ্রহী।রওনক এখন শূটিং এ দেশের বাইরে অাছে। ফিরলেই এনগেজমেন্ট হবে।

নিনীকা কে খবরটা সারপ্রাইজ দেয়া হবে।তবে পয়েন্ট টুবি মেন্ডেটরি, সব করতে হবে মিডিয়া লুকিয়ে।এনগেজমেন্টের পর প্রেস ব্রিফিং করে জানানো হবে।বাড়ির সবাই এতে অাকাশ পাতাল খুশি।

নিনীকার বাবা ড.অাশিকুল হক চৌধূরী অত্যন্ত ঠান্ডা মাথার বিচক্ষণ মানুষ। পারিবারিক সকল কাজের সমন্বয় তিনি বেশ চমৎকার করেই করেন। তিনি নিনীকাকে সারপ্রাইজ দেওয়ার বিশাল একটা পরিকল্পনাও ভেবে ফেললেন।

নিনীকা বাসায় ফিরলো রাতে। বাসা থমথমে নীরব। চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো,
------বাসায় কিছু হয়েছে নাসিদা খালা?পাপা ফিরেছে?
অাশিকুল হক চৌধুরীর সারপ্রাইজে পানি ঢেলে দিয়ে, নাসিদা খালা বললেন,
------বিরাট কান্ড হইছেগো ছুডু মেডাম।অাপনের বিয়া।বিয়া ঠিক হইছে নায়ক রওনক রাজের লগে! ওই যে "শেষ অধিকার" ছবির নায়কটা।

নিনীকা ক্লান্ত ভঙ্গিতে এপ্রোনটা সোফায় রাখতে রাখতে বলল,
-------তোমার মাথা ঠিক অাছে তো খালা? নাকি অাবার ভুত টুত দেখেছো??

------ভুত নাগো মেডাম, এই যে পানির গেলাসটা ছুইয়া কইতাছি। অাপাগো, অাপনের জনমের ভাগ্য, এতো বড়ো ফিলিমইস্টার অাপনের স্বামী।তয় বেডার চুমা দেওনের একটু দোষ অাছে।সব ফিলিমেই নায়িকারে চুমা দেয়। বেডাইতের এই দোষ কোনো দোষ না.....
নিনীকা গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল,
------ কখন ঠিক হলো এসব?
------গেছে কাউলকা ঠিক হইছে।অাপনেরে ছেড়াপেরাইজ দিবো, সারে।এই দেহেন কেক অানছে।কালা কেক।মেডাম, কেক খাইবেন?
------তুমি কেক খাও খালা।
পাপা কই?
-----ছাদে!
নিনীকা অার এক মুহূর্তও দাঁড়ালো না। একছুঁটে ছাদে চলে গেলো, নিনীকাকে দেখেই পাপা বললেন,
------মাই সুইট পিক্সি, অাই হ্যাভ এ গ্রেট সারপ্রাইজ ফর ইউ।
নিনীকা কাঁপা কাঁপা গলায় বলল,
------অামি জানি পাপা! অামার বিয়ে ঠিক করে ফেলেছো!
নিনীকার বাবা একই সাথে অবাক ও অাহত হয়ে বললেন,
-------অাগেই জেনে গেলে? ওহো...
------পাপা, অামি বিয়ের জন্য হ্যাঁ বলতেই তুমি ফিল্মের হিরো ঠিক করে ফেললে?
অাশিকুল সাহেব স্তম্ভিত হয়ে মেয়ের দিকে তাঁকালেন,
------তুমি জানলে কিভাবে?প্রবলেমটা কোথায়? নাইস বয়, নাইস ফ্যামিলি, নাইস পজিশন!
বাবার কফির মগে চুমুক দিতে দিতে, নিনীকা বলল,
------ওসব হিরোটিরোদের ক্যারেক্টার নাকি ভালো হয় না পাপা?সংসার টিকে না ওদের।অারেকটু কি ভাববে পাপা?!
------মামণি,অাই'ভ কমিটেড টু দেম। তাছাড়া তাঁর মা তো অামাকে বলেই, ক্লিনিকে তোমায় দেখতে গেলেন।তিনি তোমাকে ভীষণ পছন্দ করেছেন।
-----তাঁর মানে উনার ওই চেস্ট পেইনের ব্যাপারটা পুরো নাটক ছিলো?
-----অামিই তাদের বলেছিলাম মামণি! রওনক ইজ হার অনলি সান, কোনো ঝুট ঝামেলা নেই।অাফটার ম্যারেজ ইউ'ল লিড এ লাইফ লাইক এ কুইন! হিজ মাদার ইজ রিয়েলি এ ওয়ান্ডারফুল উইমেন।
নিনীকা হাসলো,
------সরি টু সে পাপা।ফিল্মস্টারদের দাম্পত্য জীবন বলতে কিছু হয় নাকি?১০০টা মেয়ের সাথে এরা বিছানা শেয়ার করে, এমন রিউমার কিন্তু অাছেই।
------ মামণি এটা কিন্তু একটা প্রচলিত ধারণা! সবার ক্ষেত্রে ঠিক নয়! ভালো বা খারাপ লোক কিন্তু প্রফেশন দেখে হয় না।অামাদের নর্ম হচ্ছে মিডিয়ার লোক বললেই অামরা খারাপ ভেবে নিই।
------তাও তো পাপা,ওই নায়ক কিন্তু অামায় পছন্দ করেনি, করেছে তাঁর মা! পরে দেখা গেলো মিলছে না অামাদের?

নিনীকাWhere stories live. Discover now