পর্ব ১৩

1.3K 45 1
                                    



সকালে ঘুম ভাংতেই নিনীকা যে কথাটা প্রথম শুনলো,
তা হলো,

------ও ছুডু মেডাম।সর্বনাশ! দাদীমার ঘরে ভুত অাইছিলো।কইয়া গেছে বিয়ার অাগে দোয়া পড়াইয়া মিসকিন খাওয়াইতে হবে।
-------ঠিক কতজন মিসকিন এসব কি কিছু বলে গেছে খালা?
------না।জিগাইয়া অামু?
------এই ঘটনা তোমাদের জামাইকে বলেছো?
------জামাই কেডায় ?
------রওনক রাজ! দ্য কিসিং ম্যান।সেও তো এখন এ বাড়ির মানুষ হতে যাচ্ছে.. ভুত সাহেবকে তো তারঁও চেনা দরকার।
-----ও অাল্লাহ! কন কি? ভুতের খবর হুনলে মাইন করবো না?
নিনীকা ফোন ডায়াল করলো, মোবাইল এগিয়ে দিতে দিতে বলল,
-----করলে করবে।নেও খালা, কথা বলো!
নাসিদা খালা বিভ্রান্তের মত মোবাইল হাতে নিলেন,
-----ও ছুডু স্যার! দাদীমার ঘরে ভুত অাইছে! অাপনের দাওয়াত!!

বলেই খালা মোবাইল ফেলে দৌড় দিলেন।

রওনক ফোন ধরে থতমত খেয়ে গেলো।মানেটা কি? নিনীকার নাম্বার না?
------হ্যালো.. হ্যালো। ডক্টর নিনীকা...
হাই তুলতে তুলতে নিনীকা বলল,
------বলুন দুধ রাজ! কেমন অাছেন??
রওনক অাবার ফোন নাম্বারটা দেখলো। গলা তো নিনীকার মতই, তাহলে?
-------কে বলছেন?
------অামি ভুত।মিল্ক সাহেব, অামাদের বাসায় ভুত এসেছে, দেখে যান এসে।
রওনক মাথা চুলকে বলল,
------- কিছুই তো বুঝতেছি না।মানে কি?
------মানে হলো অাপনি এখন গন্ধময় দুধ রূপে অাছেন।ভেরি সুন অামি অাপনাকে, দই বানিয়ে খেয়ে ফেলবো।দই ইজ মাই ফেভারিট......

রওনক সাথে সাথে ফোন রেখে দিলো...
ও মাই গড!!
দুধ রাজটা কে?
তাঁকে দই বানিয়ে খেয়ে ফেলারই বা কারণ কি?
কার সাথে কথা বলছে সে??

নিনীকা হাসলো।
অাচ্ছা! তাঁর হয়েছেটা কি?সব কথা রওনককে কেনো বলছে? রাতেই তো সে খুব রাগ করেছিলো?

পেপার খুলেই নিনীকা বিষম খেলো! ফ্রন্টপেজে ছবিসহ নিউজ! অবশেষে সিংগেল তকমা ঘুচতে যাচ্ছে বাংলার চকলেট বয়ের; কনে ডাক্তার!
সাথে নিনীকা অার রওনকের ছবি।
নিনীকা বিস্তারিত পড়লো না অার।
মনে মনে বলল, রেডী হয়ে যাও নিনীকা এখন থেকে তুৃমিও 'খবর'!!!
বের হবার সময় নিনীকা রান্নাঘরে উঁকি দিলো, করুণ কণ্ঠ করে মা'কে ডাকলো,

নিনীকাWhere stories live. Discover now