নিনীকা --২৩

1.4K 43 0
                                    



রওনক বিচ্ছিরি একটা ভাব দেখিয়ে ঘরে চলে এলো।বিছানায় শুতে শুতে অস্ফুটভাবে বিড়বিড় করতে লাগলো।
কথায় কথায় ধাঁধা।কি অামার ধাধার সেনাপতি, একটা কিছু শুনতে চাইলেই ধাঁধা! অাশ্চর্য.....
নিনীকা ঘরে এলো।ল্যাপটপটা গুছিয়ে রেখে একপাশের বাতিগুলো নিভিয়ে বিছানায় বসলো দুই পা ভাঁজ করে, রওনক অার তাঁর মাঝে বেশ ফাঁকা রেখে....
রওনক তব্দা মেরে কাঠ হয়ে শুয়ে অাছে।নিনীকা নিজের মত করে বলতে থাকলো অাবার,
--------জানেন সেই খটকা থেকে শুরু?অামার বুকের ভেতরটা সেদিন থেকে কেমন যেনো করতে থাকলো, মা-বাবারা সন্তানের যে জিনিসটা সবথেকে বেশি ভালোবাসেন, তা হলো প্রতিভা। অথচ অামার বাবা-মা নয় কেনো? অামি কারণ খুঁজতে থাকলাম; পেয়েও গেলাম একসময়! অামার সব ভেঙ্গে গেলো, চুরমার হয়ে গেলো।অামার নিজের শরীর, প্রাণ সব প্রশ্নবিদ্ধ হয়ে গেলো।একমাত্র স্বস্তির জায়গা ছিলো পাপা,

রওনক উঠে বসলো, পানি এগিয়ে ধরলো, নিনীকার সামনে।নিনীকা গ্লাসটা হাতে নিলো, কিন্তু মুখে দিলোনা।
------- পাপাকে জিজ্ঞেস করতেই, পাপা অামায় গুছিয়ে বললেন সব। অামি সান্তনা পেলাম, যাক পাপা তো অামার! এবার অামার স্বপ্ন বদলালো, এবার দেখতে লাগলাম, অামার স্বপ্নের মানুষটা অালো হাতে দৌড়ে অাসতে অাসতে বলছে, চিন্তা নেই তো নিনী।অামি তোমার মা'কে খুঁজে দিবো!
কিন্তু অাবার একই ব্যাপার ; অামার কাছে পৌঁছুবার অাগে, স্বপ্ন ভেংগে যাচ্ছে......
অামি দ্বিধায় পড়লাম অাবার! পাপার উপর অগাধ অাস্থা ছিলো অামার.. তাও ভেংগে গেলো।পাপা মানুষটাও অামার পাপা না, কোনো কুৎসিত নারীর কুৎসিত বিকৃত ইচ্ছার ফল অামি।অামার কোনো পিতৃপরিচয় নেই.......এই এত স্বচ্ছ মানুষের যে পরিবারে অামার ঠাই হয়েছে, তার কোনো হকই নেই অামার......

রওনক কাছে এসে গা ঘেঁষে বসলো নিনীকার।নিনীকা সড়ে বসলো অার একটু, বলতে থাকলো নির্বিকার ভাবে,
-------অামার এত ভালোবাসার পাপাকে অামি কষ্ট দিতে পারিনা।সেই রাইট নেই অামার। অামি কম্প্রোমাইজ করলাম।
অামি অামার সমস্ত দায়িত্ব নিয়ে অামার মা-বাবাকে ভালোবাসতে শুরু করলাম।বিন্দুমাত্র কষ্ট যেনো তাঁরা অামার কাছ থেকে না পায়!!অামি পাপার পাতানো গল্প নিয়ে, অামাকে অাঁকড়ে ধরে তাদের বেঁচে থাকার অাকুলতাকে সাপোর্ট ধরে বাঁচতে থাকলাম প্রতিটা ক্ষণ!
মানুষ তাঁর রিয়েলিটির সাথে সমঝোতা করে,।অামার ক্ষেত্রে রিয়েলিটি দুরস্থান; অামি কম্প্রোমাইজ করলাম, জীবনের সাথে। অামার স্বপ্ন অাবার বদলালো, এবার সেই অালো হাতের মানুষটা অামায় বলতে লাগলো, ভেবোনা নিনী, তোমার নিজের কেউ নেই কে বললো? অামি তোমার নিজের মানুষ খুঁজে দিবো......

নিনীকাWhere stories live. Discover now