২৮.ট্রান্সিলভানপুর হইতে শোউলগড় যাত্রা(তৃতীয় পর্ব)

35 7 91
                                    

(I have updated three chapters in a row.So please read chapter 27 before if you haven't :') thanks)

*ট্রান্সিলভানপুর যুদ্ধের পরের অংশ*

"কর্তব্য?" অবিশ্বাসের হাসি হাসে লালিসা,"নিকুচি করিয়াছি কর্তব্যের!যত্তসব নোংরারক্তের-""চুপ!এক্কেবারে চুপ!"লালিসার পানে তরবারি বাড়াইয়া দেয় কাই,"তোদের জন্যই আমার আজ এই অবস্থা!আমার এই ভ্যাম্পায়ারত্ব প্রকাশ পাইয়াছে!তাহা আর সুপ্ত থাকিতে পারেনাই!অনেক হইয়াছে তোর বাজে বকা-""আরে বাপরে!প্রায়াশ্চিত্য করিতে ক্ষতিপূরণ হিসেবে রাজার সেনাপতি হইয়া খুব বাড় বাড়িয়াছে দেখিতেছি!You shut up!danger coming coming!""ওরে বাপরে danger coming coming!ওই বেডি!You shut up!ওই get out get out!Not bamboo come!!""ওই এস্টোর্ম come!destroy!সব,সব জ্বলিয়া যাইবো!""হ বেডি তোর কথা মতই সব জ্বলিয়া যাইবো তাইনা?ইস্কাই,whole ইস্কাই fallen and dark house!""dog barking!!কিয়ামত coming!টিনের চালে দাউ দাউ আগুন!die!you die!বাড়ি burning burning!তুই মরতা হ্যায় মরতা হ্যায়!""ওই বেডি ওই!me?me জ্বলতা হ্যায়?you জ্বলতা হ্যায় you!খুব ইংরেজি ফোটাশ!আচ্ছা ক দেখি কু ব্লার* কু ব্লার* মেড মাই শ্যু-" "এখন তোরা না থামিলে তোদের মুখে গু!"দূর হইতে গর্জন করে রানী আইরিন,"তুমি এখনোও ইহাকে লইয়া যাওনি সহ সেনাপতি কাই?""আজ্ঞে ক্ষমা করিবেন রানীমা!আমি এক্ষুনি যাইতেছি!"কাই ইহাকে লইয়া বন্দি করিতে যায় এবং রানীমা রাজবাড়ির বাকি নারীদের লইয়া গোপনঘর খুলিয়া দেন আর প্রস্তুতি নেন।অবস্থা অনুকূলে না থাকিলে তাহাকেও যুদ্ধ করিতে হইতে পারে।

(You got the reference right?:'))

"আমায় তুই খুব বেশিক্ষণ আটকাইয়া রাখিতে পারবি বলিয়া মনে হয় তোর?"কারাগারের অপর দিক হইতে কহে লালিসা।তাহাকে কোনরুপ উত্তর না দিয়াই মহারাজ এবং সেনাপতি অর্জুনের সহিত যোগ দিতে বাহির হইয়া পরে কাই।অবস্থা শোচনীয়,তবে বিষ্ময়কর নয়।

দাউ দাউ করিয়া জ্বলন্ত আগুনের মাঝে দাঁড়াইয়া আছে অসংখ্য যোদ্ধা,তবে তাহার নজর কাড়ে আড়ালে পরা এক রমনীর ছায়া।

তলোয়ারী সৈন্যদল(Armed Force)[On Hold]Where stories live. Discover now