২০.তেতেসুরের হারাইয়া যাওয়া(দ্বিতীয় পর্ব)

45 13 0
                                    

"ইয়া!ন্যা তানিরুল দর‍্যাজো!ইয়া!"পিছে পিছে ছুটিতে ছুটিতে চেঁচাইয়া তানিকে ফিরাইয়া দিতে কহে তেতেসুর।আচমকা থামিয়া যায় তানির টান,বেচারা প্রাণী ছুটিতে ছুটিতে ফিরিয়া আসে মনিবের নিকট।মনিব তাহাকে বুকে আগলাইয়া কাঁদিয়া দেয়।

"আমি থাকিতে তোর কিছুই হইবেনা তানি!আমি তোকে রক্ষা করিবো!!"অমন ভাবে কিছুক্ষণ বসিয়া থাকার পর উঠিয়া দাঁড়ায় তেতেসুর,কহে,"শোন তানি,আমাদের আর দেরী করা চলিবেনা,এই স্থান ভীষণ ভূতুড়ে!চল তারাতাড়ি বাড়ি ফিরিবার রাস্তা খুঁজে বার করি-আরে!এখানে এই জলের পাত্র রাখিলো কে!"

জলের পাত্রটি লইয়া নিজে জল পান করে এবং তানিকেও করায় তেতেসুর।তারপর ত্বড়াপায়ে হাঁটিয়া চলে তারা।পালাইতে হইবে দ্রুত।এখানে আর কোনমতেই থাকা চলিবেনা।

"তারাতাড়ি পা চালারে তানি-ওওওওওওওওওম্মা!!"

ধুম করিয়া একটি বিশাল গর্তে পরিয়া যায় তেতেসুর,আর্তনাদ করিয়া ওঠে সে।তানিচরণও তাহাকে অনুসরণ করিয়া লাফ দেয়।

ধুম করিয়া একটি বিশাল গর্তে পরিয়া যায় তেতেসুর,আর্তনাদ করিয়া ওঠে সে।তানিচরণও তাহাকে অনুসরণ করিয়া লাফ দেয়।

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

ব্যাথায় কাতরাইতে গিয়া কিছু বুঝিয়া ওঠার পূর্বেই উপর হইতে তাহাদের উপর এক খাঁচা নামিয়া আসে।

"ইয়া!ইয়া!ইবোয়া মুসেউন ইরিয়া!!ইয়া!"খাঁচার শিক ঝাঁকাইয়া চিৎকার করে তেতেসুর,"নানোন বান-এলিয়েন-ওয়াংজা!ইয়া!আমি Angel দের সব বলিয়া দেব!কাহার এত বড় সাহস আমায় আঁটক করিয়াছিস!ইয়া!খুলিয়া দে কহিতেছি!"

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

"ইয়া!ইয়া!ইবোয়া মুসেউন ইরিয়া!!ইয়া!"খাঁচার শিক ঝাঁকাইয়া চিৎকার করে তেতেসুর,"নানোন বান-এলিয়েন-ওয়াংজা!ইয়া!আমি Angel দের সব বলিয়া দেব!কাহার এত বড় সাহস আমায় আঁটক করিয়াছিস!ইয়া!খুলিয়া দে কহিতেছি!"

কিছুক্ষণের মধ্যেই বাতাস হইতে ভয়ানক চেহারার অসংখ্য মানুষ বের হইয়া আসে।তাহাদের হুংকারে থামিয়া যাইতে হয় রাজপুত্রকে।

এবার ফুঁপাইতে শুরু করে তেতেসুর।

"আমি কি করিয়াছি আপনাদের,অ্যাঁ?"কাঁদো কাঁদো গলায় কহে তেতেসুর,"আমি কিন্তু ওম্মাকে সব কহিয়া দেব যে আপনারা আমার উপর জুলুম করিতেছেন!"

জিহ্বা দিয়া তারা খটখট করিয়া আওয়াজ করিতে শুরু করিল।এমন আওয়াজ যে তেতেসুরের কানের পর্দা ফাঁটিয়া যাইবার যোগার।

জিহ্বা দিয়া তারা খটখট করিয়া আওয়াজ করিতে শুরু করিল।এমন আওয়াজ যে তেতেসুরের কানের পর্দা ফাঁটিয়া যাইবার যোগার।

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

তেতেসুর কানে হাত দিয়া মাটিতে লুটাইয়া পরে।কাঁদিতে কাঁদিতে চিৎকার করে,"ইয়া!আমি করিয়াছি কি?!আমার কি অপরাধ!"

তাহারা আওয়াজ থামায়।অতঃপর তাহাদের একজন ইশারা করিয়া খাঁচা তুলিয়া লইতে কহে।খাঁচা উঠিয়া যাইবার পর আরেকবার ইশারা করে সুঠামদেহী সেই ব্যাক্তি।সেই ইশারায় ৮-১০ জন লোক ঢুকিয়া পরে সেথায়,তেতেসুরকে বাঁধিয়া চ্যাংদোলা করিয়া তুলিয়া নিয়া থাকে।বেচারা তানি তাহার মনিবের আর্তনাদে লাফাইয়া তাহাকে বাঁচাইবার চেষ্টা করে।তবে বিফলে যায়।

বনের দেবীর নিকট সাহায্য চাইতে চাইতে জ্ঞান হারাইয়া যায় তেতেসুরের।

-------------------------------------------

"এখনোতো জ্ঞান ফিরেনি ইহার,কি যে করি!"

সাড়া স্বরূপ ঘেউ ঘেউ করে তানিচরণ।

"আমি জানি তো সে ক্লান্ত,তবে নিদ্রা ভঙ্গ না হইলে আমি ইহাকে সাহায্য করিবো কেমনে?"

চুপ করিয়া যায় তানি।

"দাঁড়া,আমি জলের বন্দোবস্ত করি গিয়ে।তুই বস এইখানে,কেমন?ভোর হইতে বেশি দেরী নাই,আমার সময় তাই খুবই কম।"

To be continued..

-------------------------------------------
Author's Note:

You guys prolly hate me now eh he he 😶👉👈.But come on!আমার exam,eid,dynamite comeback(best thing happened in August so far) সব একসাথে হওয়ায় সময় করে উঠতে পারিনি।However I managed to update,although it’s a short one 😔.
But,the good news is I'm free now(well kinda)!!So I'm gonna publish soon in shah Allah 💜.(Did you notice I've added a giphy?
😶👉👈 I've learned it recently)

The Author you prolly hate(😶?)
because she doesn’t feed you often,

Sam 💜🌈🇧🇩

তলোয়ারী সৈন্যদল(Armed Force)[On Hold]Where stories live. Discover now