৫.সেজিনপন্ডিতের পরিকল্পনা

201 25 34
                                    

এরই মাঝে কাটিয়া গেল বহুবছর।জ্যেষ্ঠ তিন পুত্রের বিবাহের পর রাজবাড়িতে আগের সেই জৌলুশ নেই।জ্যেষ্ঠ পুত্র এবং তৃতীয় পুত্র ব্যাতিত রাজবাড়ী মুখিয়ে রাখার চেষ্টা পরবর্তী পাঁচ পুত্র করিলেও বাজেভাবে তাঁরা ব্যার্থ হন।

উহাদের বিবাহের পর কেবল জ্যেষ্ঠ জনই রাজবাড়ীর মায়া কাটিয়ে চিনিলাল এবং সূর্যসকের ন্যায় বাড়িছাড়া হয়নি,সংসারি হয়েছে।কোল জুড়ে এসেছে এক কন্যা,নাম জাণ্হবী,যাকে সকলে জবা নামে চেনে।বাহিরে থেকে তাদের সুখি ভাবিয়া ভুল করিবেন না,রাজকুমারী গোলাপিবানুর রোখ আর তেজের নিকট সকজ্বীন রাজপুত্রনিমের বীরত্ব,
শৌর্য্য..কিছুই কাজে দেয় না।কথায় কথায় রাজকুমারী চেচাইয়া উঠেন,"আর একটি বার কথাটি কওয়ার সাহস করুন কহিতেছি,জবারে লইয়া বাপের বাড়ি চলিয়া যাইব!"জবার মুখের দিকে চাহিয়া পিতৃসমীপেষু তাই কিছু কহিবার সাহস করেনা।বিবাহের পর থেকেই উহাকে কেমন জানি বৃদ্ধের ন্যায় লাগে..তাহার বয়স যেন অনেক বাড়িয়া গিয়াছে।চোখের সম্মুখে ছোট্ট জবা তার কনিষ্ঠ তাতশ্রী জুংগুবরের সনে খেলায় মেতে আছে দেখিয়া এত কষ্টের মাঝেও রাজপুত্রনিমের মুখে ভক্তিভরা এক চিলতে হাসি স্থান নেয়।তবে আসলে সে গোলাপিবানুকে বুঝিতে চাইতোনা।গোলাপিবানুর রোখ একটু বেশি হইলেও মানুষটি ছিল খাঁটি সোনা।রাজ্যের
মানুষের দূর্ভোগে উহারই বুক সবার আগে ফাটিত।রাজবাড়ীর সকলকেও মাতাইয়া রাখিতে পারিতো সে।কেবল স্বামী তাহাকে দেখিয়া ভয়ে পালাইয়া যাইতো দেখিয়া তার উপরই সকল রোখ উজার হইয়া পরে গোলাপিবানুর।এই পালাইয়া যাইবার কারণ সম্বন্ধে আজও গোলাপিবানু অজ্ঞত।

মেজরাজরানী তাহার গৃহত্যাগী পুত্রদের জন্যে অশ্রুত্যাগ করিতে করিতে তার দুনয়নে ঘাঁ বানাইয়া ফেলিয়াছে।

"কতকাল আমার লাল আর সূর্যকে আমি দেখিতে পাইনাগো রাজামশাই..আমার কলজেচেরা দুই মানিককে আমার নিকট আনিয়া দিন..,"মহারাজের নিকট ঘ্যান ঘ্যান করিতে থাকে সে।সেজিনপন্ডিত কক্ষে প্রবেশ করিতেই উহাকে গালি দিতে দিতে বিলাপ জুড়াইয়া দেয় রানীমা,"ওই মুখপোড়ার জন্যি এমনটা হইল!ধ্বংস হোক তার,যে কিনা একটি মায়ের বুক খালি করিয়াছে!" "অমনভাবে কহিবেন না রানীমা,মহারাজ নিতান্তই নিরুপায় হইয়া আমার নিকট আসিয়া আমায় কহিয়াছিলেন রাজপুত্রনিমদের যথাসম্ভব দ্রুত বিবাহের ব্যাবস্থা করিতে কহিয়াছিলেন।তাছাড়া উহাদের বিবাহের বয়স পার হইয়া যাইতেছিল..
তাই-" " তাই কি অ্যাঁ?তাই কি?আমার চিনি আর স্বপ্নকে যথা হতে পার,১০ দিবসের মধ্যে লইয়া আইস!নইলে জুংগুবরের অস্ত্রাগার হইতে সর্বাপেক্ষা মজবুত বেতটির তরব করিব!অতঃপর উহা দিয়া ট্রাশ ট্রাশ করিয়া তোমার পাছায় মারিব!"কহিতে কহিতে ৯৫তম টিস্যুপেপারের বাকশোটি খালি করে রানীমা,
"এখন দুর হও আমার সম্মুখ হইতে!"হুংকার ছারিল রানীমা।"আজ্ঞে,রানীমা,"
সেজিনপন্ডিত প্রস্থান করিল।

মহাচিন্তায় পরিল সেজিনপন্ডিত,"কি করিয়া রানীমাকে বলিব যে চিনিলাল রাজপুত্রনিম আর আগের ন্যায় মনুষ্য নয়!উহাকে এই জগতে ফিরাইয়া আনিলে মনুষ্যের নিকট তাহা ঝুঁকিপুর্ণ!আর রাজপুত্র সূর্যসক..?উনারও বহুদিন সাগরতলে থাকার দরূন মনুষ্যরাজ্যে পুনশ্চঃ মাতিয়া উঠিতে উহার কষ্ট হইবে!কি করি এবার!না করিয়াও তো উপায় নাই!জুংগুবর বাবার উপর আমার যথেষ্ট সন্দেহ রহিয়াছে।উনি বাছিয়া বাছিয়া সবচে জঘন্য অস্ত্রটি রানীমার হাতে তুলিয়া দিতে সংকোচ করিবেন না।কি করা যায়.."ভাবিতে থাকিলো সেজিনপন্ডিত।হঠাৎ উহার চক্ষুদ্বয় জ্বলিয়া উঠিল,তিনি হ্রষধ্বনি করিয়া উঠিলেন,"এইতো পাইয়াছি!!বুদ্ধিটি বাস্তবায়ন করিতে জুন রাজপুত্রনিমের সহায়তা প্রয়োজন!"

সে নাচিতে নাচিতে কি বুদ্ধি পাইল,উহা বিড়বিড় করিতে করিতে উহার শয়নকক্ষের দিকে যাইতে লাগিল।

হায় সেজিনপন্ডিত!সে ভুলিয়া গিয়াছিল এ বাড়িতে দেওয়ালেরও কান আছে..

আর সেই কান আর কেউ না..আমাদের দুষ্টবুদ্ধি মাক্নে,স্বয়ং কনিষ্ঠ রাজপুত্রনিম জুংগুবর।

To be continued..

--------------------------------------------------------

Author's Note:

Y'all I'm back with another gross chapter😅!You guys prolly might have even forgotten about this story lol 😅.College's sucking the life outta me fam 😢.

That's why I don't get enough time to update 💔.Today was a holiday so I made time for an update and leave your thoughts about this chapter.Yes!Our Kookie made a comeback!But..what he'll do..?Will he ruin Sejin's plan??(Oops..spoiler for next chapter 😬)(Yes,it won't take long,I promise)

Share your thoughts,those will inspire me for another update.

Your author-nim purple's y'all.

BORAHAE ARMYS!

And you can imagine Jin's daughter as her↓

And you can imagine Jin's daughter as her↓

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
তলোয়ারী সৈন্যদল(Armed Force)[On Hold]Where stories live. Discover now