১৮.তীক্ষ্ণজুনের বিবাহ(The Final)

77 20 38
                                    

(These ships are supposed to be imaginary,you can imagine whoever you want)

So yeah,as you can see from the title,IT IS finally happening.Our Joonie's getting married T-T.

-------------------------------------------

"আপনার ভাইকে আমার দিদি আঁটক করিয়াছে,তাই এক প্রকার কর্তব্যের তাড়নায় আমি আপনাদের সহায়তা করিতে রাজি হইয়াছি।তাহার মানে এই নয় যে আমায় আপনাদের সকল কথা শুনিতে হইবে!"রাগিয়া যায় কঙ্কাবতী,"আপনাদের পাল্টা আমার কথা শোনার কথা!এই বনে আমার রাজত্ব চলে-""আহা!দয়া করিয়া রাগীয়া যাইবেন না দেবী,"তাহাকে শান্ত করিবার চেষ্টা চালায় তীক্ষ্ণজুন,"দয়া করিয়া-""কেন শুনিব আপনার কথা?যারা আমার অপমান ব্যাতিত আর কিছুই করেনি,তাহাদের নিকট আমি কেন ফিরিব?""আপনার দায় পড়িয়াছে,তাই,"মুখ খোলে সেজিনপন্ডিত,"আপনার সিদ্ধান্তের উপর কেবল আপনার জীবনই নয়,আরো অনেকগুলো জীবন জড়াইয়া আছে!""আহ,সেজিনপন্ডিত!তুমি কেন কহিতেছ?!"তীক্ষ্ণজুন তাহাকে থামাইবার চেষ্টা করে।"আপনি থামুন রাজপুত্রনিম!"হাত বাড়াইয়া তাহাকে থামিতে কহে সে।তীক্ষ্ণজুন পুনরায় কিছু কহিতে চাইলেও পরে থামিয়া যায়।অতঃপর কথা চালাইয়া যায় সেজিনপন্ডিত,"আপনার কি মনে দয়া নাই?এত স্বার্থপর হইলে কেমন করিয়া হইবে?আপনার জন্য আজ যদি একটা তাজা প্রাণ ঝরিয়া যায়-""এত অপমানিত হইবার পরেও যদি আমি ফিরিয়া যাই সেথায়-আমার আত্মমর্যাদা আর কেমনে বাকি থাকিল?" অন্যমনস্ক ভাবে কহিল কঙ্কাবতী,"কথায় কথায় আমায় পরগাছা কহিয়া তারা আমার ধৈর্য্যের বাঁধ ভাঙ্গিয়া দিয়াছে-" "রাজকন্যা,আপনি খালি কয়েকটা বাইরের লোকের উড়োকথাই শুনিলেন,আর আপনার দিদির এত ভালোবাসা,এত স্নেহ..সব তুচ্ছ হইয়া গেল?"হালকা হাসিয়া কহে রাজপুত্র এবং ইশারা করে যাতে সেজিনপন্ডিত কক্ষ ছাড়িয়া যায়।সেজিনপন্ডিত চলিয়া গেলে মাটির পানে চাহিয়া কহিতে শুরুকরে রাজকন্যা,"তাহার স্নেহতেও ভেজাল ছিল,"বিষন্ন হাসি হাসে সে,"তাহার স্নেহ যদি সত্যই হইতো তবে সে আমার হইতে এতবড় কথাটি লুকাইলো কেমন করিয়া?""কারণ তিনি চাহিতেন যাতে আপনি কষ্ট না পান!"রাজপুত্র সুবর্ণলতার পক্ষ লইবার চেষ্টা করে,"আমি তাহাকে কেবল ২৪ ঘণ্টা হলোই চিনিয়াছি,তবে যা বুঝিলাম তাতে বোঝা গেল যে তিনি আপনার জন্য সবই করিতে পারেন-""সব করিতে পারে?"তীক্ষ্ণজুনকে বাঁধা দেয় কঙ্কাবতী,"বড়ই হাস্যকর কথা কহিলেন রাজপুত্র-""এ কোন হাস্যকর কথা নয়,"আসন হইতে উঠিয়া দাঁড়ায় তীক্ষ্ণজুন," তিনি আপনাকে ফিরিয়া পাইবার উদ্দেশ্যে নিজের ভালোবাসা বিসর্জন দিতে রাজি হইয়াছেন-""তা নেহাতই শর্তের ফাঁড়ে পরিয়া-""তিনি অস্বীকার করিতেই পারিতেন,বিবাহ কোন ছেলেখেলা নয়-""আমি দিদিকে চিনি!তিনি একান্তই কথা দিয়া কথা রাখিবার জন্য-""তবে আমিও তাহাকে কথা দিয়াছি!আমি আপনাকে ফিরাইয়া লইয়া যাইবো!""কেন আমি যাইবো আপনার সনে?""কেহ আপনাকে আর অপমান করিতে পারিবে না!"আকাশের পানে আচমকা তরবারি উঁচাইয়া ধরে তীক্ষ্ণজুন,"আমি তাহা হইতে দেব না!""কেন!আপনার কি দায় পরিয়াছে?""আমি চন্দ্রপুরের নতুন রাজা,আপনার দিদি আমার কাছে তাহার রাজত্ব হারাইয়াছে,"গর্বের সহিত কহে তীক্ষ্ণজুন,"আর আমি বাঁচিয়া থাকিতে আমার রানীকে কেহই কিছু কওয়ার সাহস করিবেনা!""কি!আপনার কাছে দিদি রাজত্ব হারাইয়াছে?তবে কেমন আছে আমার দিদি!আপনি কি তাহাকে রাজবন্দি করিয়াছেন!তবে এক্ষুনি আপনাকে আমি গাছ বানাইয়া দেব!!"গর্জিয়া উঠিয়া দাঁড়ায় ছোট রাজকন্যা।"আমায় তো বলিবার সুযোগ দিন!এত উত্তেজিত-""আর রানী?!আপনার রানীকে কেহ কিছু কহিতে না পারার সহিত আমার অপমানিত না হইবার সংযোগ কোথায়?!"চরম ভাবে বিভ্রান্ত হইয়া পড়ে অর্ধমনুষ্য দেবী।আবেগের তাড়নাতেই হোক আর বিভ্রান্তির কারণে,ঝগড়া করিতে গিয়া তাহার মস্তিষ্ক ঠিক মতন কাজ করিতেছিল না।তাই রাজপুত্রের ঘুরাইয়া কওয়া কথাটি বুঝিতে পারেনাই কঙ্কাবাতী,তাই জাংশুক হইয়া যায়।

তলোয়ারী সৈন্যদল(Armed Force)[On Hold]Where stories live. Discover now