১১.চিনিলালের বাড়িফেরা(The Final ft.সূর্যসক)

124 23 21
                                    

(I edited the photo↑ and don’t take the ships seriously if you get offended,this whole fiction is supposed to be imaginary,imagine who ever you want💜)

তীক্ষ্ণপ্রাসাদে বেশ তোরজোড়ে চলিতেছে চিনিলালের মেকাপ সেশন।গোলাপিবানুকে সকজ্বীন যেই দামী দামী প্রসাধানী গুলো কিনিয়া দিয়াছিল,এতদিনে তাহা কাজে লাগিতেছে।

"কেমন লাগিতেছে,"চিনিলাল সমেত কেদারা ঘুরাইয়া কহে গোলাপিবানু,"খাসা করিয়াছি না মেকাপ!"সকজ্বীন,তেতেসুর এবং জুংগুবরের দিকে তাকাইয়া গৌরবের হাসি হাসে সে।

স্ত্রী-পুত্রের সংবাদ ইতোমধ্যে চিনিলাল জানিয়া গিয়াছে।মেকাপ সেশনের মাঝে কিছুক্ষণ পরপর সে কহিয়া উঠিতেছিল,"আহ্,ছেলেটিকে দেখিনা কতদিন-"বাধ্য হইয়া তাহাকে তাহার বৌঠান ধমক দিলে সে চুপ করে।এরপরেও ইহাকে কোনভাবেই শান্ত করা যাইতেছিল না।একবার emotional হইয়া যাইতেছিল,আরেকবার হুঁশ হারাইয়া যারেই সম্মুখে পাইতেছিল,তাহাকেই কামড়াইতে আসিতেছিল।অতঃপর জুংগুবর মেকাপের মাঝ হইতে তাহাকে নিয়া হাতিশাল চলিয়া যায়।একটি হাট্টাকাট্টা হাতির রক্তপান করিয়া তাহার মাথা ঠিক হয়।

এমন করিয়াই বহু মহাকাব্য রচনার পর চিনিলালের মেকাপ সম্পন্ন হয়।

"বাহ্!পূর্ব হইতে ইহা গ্রহনযোগ্য,"শিশুমিনের পানে না চাহিয়া পাশ হইতে কহে তীক্ষ্ণজুন,"আপাতত এতেই হইবে,পরে সুযোগ বুঝিয়া ধীরে ধীরে মেকাপ ছাড়াই তাহাকে সকলের সম্মুখে লইয়া যাওয়া যাইবে।"
বাধ্য ভাইয়ের মতন মাথা নাড়ায় শিশুমিন।

"বাহ্!পূর্ব হইতে ইহা গ্রহনযোগ্য,"শিশুমিনের পানে না চাহিয়া পাশ হইতে কহে তীক্ষ্ণজুন,"আপাতত এতেই হইবে,পরে সুযোগ বুঝিয়া ধীরে ধীরে মেকাপ ছাড়াই তাহাকে সকলের সম্মুখে লইয়া যাওয়া যাইবে।"বাধ্য ভাইয়ের মতন মাথা নাড়ায় শিশুমিন।

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

(Yes,I edited this T-T)

অনেকের মনে প্রশ্ন হইতে পারে শিশুমিন জানিল কেমনে?আসলে জুংগুবর যখন চিনিলালকে লইয়া হাতিশালে গিয়াছিল,শিশুমিন তখন আড়ালে একটি বেড়াল শাবককে উচ্চলম্ফ দেবার চ্যালেঞ্জ করিতেছিল,অথচ কিছুক্ষণ পূর্বেই মেজ বৌঠানের বাড়িফেরা নিয়ে একদফা রামায়ন রচনা হইয়া গিয়াছে।এই বাড়িতে স্বাভাবিক কিছু কোনদিনও ঘটে নাই,আজও তার বিপরীত ঘটিল না।জুংগুবর তাহার উপস্থিতি বুঝিতে পারেনাই।কিভাবেই বা বুঝিতে পারিবে?সৃষ্টিকর্তা তাহার উপর সকল তরফ হইতে কৃপা করিলেও উচ্চতার দিক দিয়া একটু কপটতা করিয়াছিলেন।তাই তাহার দিকে তাকাইতে গিয়া জুংগুবরের ঘাড় ভাঙ্গিয়া যাইতো।

তলোয়ারী সৈন্যদল(Armed Force)[On Hold]Where stories live. Discover now