২৩.তেতেসুরের হারাইয়া যাওয়া(পঞ্চম পর্ব)

63 13 17
                                    

মাথা খুব ভার তেতেসুরের।আঙ্গুলখানি বাকাইবার জন্য শক্তিটুকুও নাই।কতক্ষণ সে এভাবে পরিয়া আছে?কতদিন হইল?তাহার হিসেব সে জানেনা।

অসাড় হইয়া আসা দেহখানি মোচরাইয়া সে উঠিয়া দাঁড়ায় সে।মনে হয় মাথা খানি তাহার খুলিয়া পরিবে,এমন যন্ত্রনা করিতেছে না!

এই মাঝরাতেও আচমকা আলোয় চোখ ধাধিয়া যায় তাহার।দেখে সমুখের কক্ষে আগুন জ্বলিতেছে।হয়তো তাহাকে উষ্ণ রাখিবার প্রচেষ্টা ইহা।তবে কেন?একজন বন্দির প্রতি এত আপ্যায়ন কিসের?বুঝিতে পারেনা তেতেসুর।

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

এই মাঝরাতেও আচমকা আলোয় চোখ ধাধিয়া যায় তাহার।দেখে সমুখের কক্ষে আগুন জ্বলিতেছে।হয়তো তাহাকে উষ্ণ রাখিবার প্রচেষ্টা ইহা।তবে কেন?একজন বন্দির প্রতি এত আপ্যায়ন কিসের?বুঝিতে পারেনা তেতেসুর।

এই মাঝরাতেও আচমকা আলোয় চোখ ধাধিয়া যায় তাহার।দেখে সমুখের কক্ষে আগুন জ্বলিতেছে।হয়তো তাহাকে উষ্ণ রাখিবার প্রচেষ্টা ইহা।তবে কেন?একজন বন্দির প্রতি এত আপ্যায়ন কিসের?বুঝিতে পারেনা তেতেসুর।

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

"কোথায় আমি?"চোখ মুছিতে মুছিতে কহে সে,"এটি তো গতবারের তাঁবু অথবা ছাউনির মতন ঠেকিতেছে না!এই জঙ্গলে দালান আসিল কোথা হইতে?আমি এখানে-থামো...তানি?তানি কোথায়!!!"

মুখশ্রী পরিবর্তন হইয়া যায় তাহার।দুঃচিন্তায় তাহার মাথা এলোমেলো ইইবার জোগাড়।"কোথায় তুই তানি?"ফিসফিসিয়ে চিৎকার করিতে থাকে সে।কোথায় তুই?কোথায় গেলি?"

নিজের গায়ে জোড় নাই,দেওয়াল ধরিয়া হাঁটিতেও কষ্ট হইতেছে।তাও হাতাইয়া হাতাইয়া আগাইতেছে তানিচরণকে খুঁজিতে।

"তা-------নিইইইইইই-"শেষ করিবার পূর্বেই কেহ পিছন হইতে তাহার মুখ চাপিয়া ধরে কহে,"দোহাই লাগে,চেঁচাইবেন না!নইলে বড়ই বিপদ হইবে!"

তলোয়ারী সৈন্যদল(Armed Force)[On Hold]Where stories live. Discover now