Announcement :(

89 17 39
                                    

"সময় নিয়ে একটু পড়ে আমাকে জানাবেন আমার কি করা উচিৎ T-T"

Well,firstly let me wrap up the bad news with wishing you happy army day :").I know I'm late T-T but still managed to get in here:'D!Borahae my co-armies!

Secondly,the bad news is:আমার এই বইটা নিয়ে inbox এ almost(?) fanwar দেখা দিয়েছে যা আমি কখনো কোনদিনো চাইনি।প্রধানত ships নিয়েই।প্রথমত আমি জানাই এটি কোন Conventional Fanfiction নয়,কেবল fiction যাতে হাল্কা fantasy এর ছোঁয়া আছে। Inbox এ আমাকে অনেকে নানা ভাবে বোঝানোর চেষ্টা করছে যে, "আমার selected ship গুলো ভালো না","Jin বাদে বাকি member দের যে কারো সাথে Jennie কে ভালো মানায়","আমি Liskook/TaeLisa/JenKook/Taennie/NamJen/Jengi/JoonByul/Vjoy/SeulMin/LisMin/JenMin/JungMina/JiMina/Vsana/MoSeok shipper"(এতো পুরো ships এর সাগর XD and ওই এক বেচারী Jennie আর Lisaর সাথে আমি কতজনের বিয়ে দিব ভাই :')),"Yoonrene কেন?Irene তো senior citizen(?!)","Chaeyoung এর সাথে Namjoon কে Imagine করেই আমার গা গোলাচ্ছে,Missing Jennie/Jisoo beside him","LisKook না কেন?Disappointing","মানুষ তো Twice,Red velvet কে চিনেই না,Blackpink এর সবাই হলে খুব ভালো হত।"First of all,আমি চেনা না চেনার ব্যাপার নিয়ে আমি মাথা ঘামাইনি কেননা সব চরিত্রই কাল্পনিক।এছাড়া আমি চরিত্রের সাথে যাকে ভালো মানাবে,সেই হিসেবে বাছাই করেছি female idol দের,though I'm not forcing you guys to imagine them,তাইনা??আপনাদের প্রতি আমার অনুরোধ যাতে আপনারা সামনের Update গুলো পড়েন,আশা করি তবেই বুঝতে পারবেন এমন Ship নেওয়ার পেছনে আসল কারণ কি।আর Yoongiর সাথে intentionally তার থেকে বেশি বয়সের মহিলার সাথে কল্পনা করা হয়েছে কেননা আমাদের ভুলে গেলে চলবেনা যে Irene একজন Vampiress,তার বয়সটা একটু বেশি হওয়াটা স্বাভাবিক and does age matter nowadays anyway?Hope এর সাথে Nayeon কে Ship করা নিয়ে প্রথমত প্রশ্ন উঠলেও পরে সব স্বাভাবিক হয়ে যায়।তবে একই ভাবে বাকি Ship গুলো বাছাই করারও যথেষ্ট কারণ রয়েছে,তবে এখন আমি Spoiler দিতে নারাজ।(chapter এর শেষে আমি reason দিয়ে দেব এখন থেকে যে কেন meme এর জন্য সেই idol কে নেওয়া হল যদিও তা hopeless I guess because একজনের Characteristics ওইভাবে imagine করলেই হল,imagine করার জন্য কোন specific idol কে নিয়ে ভাবার প্রয়োজনীয়তা নেই।But I think আমি যাকে বাছাই করব,সেই idol হয়তো storyline আর concept এর সাথে best হবে?#Koshto_Of_A_MultiStan_TT #Shobai_bolbe_Ami_Shipper_TT)

আমি যখন তাদের পাল্টা বোঝাবার চেষ্টা করলাম যে এখানকার সব shipই কাল্পনিক and concept এর সুবিধার্থে আমি তাদের select করেছি and আপনাদের আমি বাধ্য করছিনা ওই ship গুলোকে support করতে(because for the nth time I'm saying all these ships are imaginary।এখানে যার যার ইচ্ছে মত Imagine করার স্বাধীনতা রয়েছে,কেননা আমি কারো Real নাম অব্দি ব্যবহার করিনি)অনেকে তা মেনে এগোনো শুরু করে এবং Positive reviewsও দেয় (I'm really gratefull to y'all T-T)।তবে বেঁকে বসে আরেক দল Shipper,তাদের Majority আমায় জানায় যে তাদের পছন্দের ship না মানা হলে আমার বইকে তারা Report করবে।এটি একপ্রকার হুমকিও বলা চলে।

আমি প্রত্যেকটা edited couple photo এর নিচে,"Don't get offended by these imaginary ships,you can imagine who ever you want💜" লিখি because আমি একজন ARMY এবং Multi-fandom stan হিসেবে সকল Idol কেই সম্মান করি এবং Ship নিয়ে কোন fanwar হোক তা চাইনা।ARMY রা Fanwar এ জড়াক,আমাদের Bts তা কখনো চাইবে না,একই ভাবে বাকি Fandom এর reader দের কাছেও আমার একই চাওয়া। আর যদি আপনাদের এই সামান্য বিষয় এতটাই তিতকুটে মনে হয় এবং 'Ship' এর Literal meaning যে জাহাজ,তা যদি মেনে নিতে কষ্ট হয় তবে আমি আমার হৃদয়ের গভীর থেকে সম্মানের সাথে আপনাকে এই বইটি না পড়ার জন্য অনুরোধ করছি,তবে দয়া করে বাকি যারা এই বইটি enjoy করছে,report করার মাধ্যমে তাদের থেকে সুযোগটি কেড়ে নেবেন না।

আগে থেকেই সন্দেহ ছিল যদি বইটিতে আমি ship এর ব্যাপার নিয়ে আসি,তবে কখনো না কখনো আমায় এমন ঝামেলার শিকার হতেই হত।তাই ব্যাপারটি smoothly যাতে সম্পন্ন হয়,তাই আমি Instagram pole এ voting এর আয়োজন করেছিলাম প্রায় মাস দুয়েক আগে।সেখান থেকে যেই Ship গুলোতে majority এর support ছিল এবং personally আমারো মনে হয়েছে concept এর সাথে যাবে,সেসব ship কে imagine করে আমি এগিয়ে যাবার কথা ভাবি।তবে যদি সমস্যা একান্তই বেড়ে যায়,তবে আমার বইটি delete করা ছাড়া আর উপায় থাকবে না।আর এতদূর আসার পর Edit করাও সম্ভবও নয়,একই সাথে সকলের মন রেখে চলাও প্রায় অসম্ভব।তাই যারা নিজেদের মনের মত Ship imagine করে আগাচ্ছেন,তাদের আমি আবারো ধন্যবাদ জানাই।

For a beginner like me,1K reads count a lot,every each one of you are super precious to me untill you get yourselves in fanwars.I'm cordially thanking y'all again for reading my book.It's my first book though I'm not satisfied with my writing at all.I hope your support would help me to write more :').


Yours ever,
Sam 🌺

তলোয়ারী সৈন্যদল(Armed Force)[On Hold]Where stories live. Discover now