২৪.ট্রান্সিলভানপুর হইতে শোউলগড় যাত্রা

100 11 50
                                    

*তেতেসুর হারাইয়া যাইবার পূর্বে*

"বুঝিয়াছো ড্রাকলী,আমার কেন যানি ঠাহর হইতেছে তোমার উত্তর দেশের ড্রাকলী বোন পুনরায় আক্রমণ করিতে পারে আমাদের,"সিংহাসনে বসিয়া একটি বাচ্চা ড্রাগনের পিঠে হাত বুলাইয়া কহে চিনিলাল।

চুপচাপ স্বভাবের রানী মুখ বুজিয়া কিছুক্ষণ ভাবে।"আমার মনে হয়না এতটাই দ্রুতই তাহারা ভুলিয়া যাইবে সেবারের কথা,"জামা ঠিক করিতে গিয়া তাচ্ছিল্যের সুরে অতঃপর কহে সে,"জীবন বাঁচাইতে কেমন করিয়া পালাইয়াছিল সেবার মনে নাই?""তাও কি এমন নিশ্চিত হওয়া উচিৎ হইবে?তোমার কি মনে হয়?তাহারা এত সহজে দমিবার পাত্র নয়!"চিন্তিত মুখে কহে চিনিলাল।"আহা,এত ভাবিবেন না তো!যখন বিপদ আসিবে,তখন দেখা যাইবে নাহয়,"খানিকটা বিরক্তি মেশানো গলায় কহে ড্রাকলী।

"আমি জিনিয়াস জাং জাং মান বুং বুং!আমি যাহা করিব তাহার হেতু কেবলই আমার রাজ্যের উন্নতি ব্যাতিত আর কিছুই নয়!"দৃঢ় তবে শান্ত গলায় কহে রাজামহাশয়।"বুঝিলাম,তবে জানেন কি?আমার নিজেরও এখন মনে হইতেছে ইহারা এত দ্রুত থামিবেনা,"আইরিনের হাসোজ্জল মুখে নামিয়া আসে দুশ্চিন্তা,"যাই হোক,আমাদের প্রস্তুত থাকাটাই উচিৎ হইবে-"অতঃপর চিনিলাল তাহার প্রতি 'I-can't-believe-this-and-also-so-done-over-you' look দিয়া কহে,"আজ্ঞে,তাহাই তো বোঝাইবার চেষ্টা করিতেছিলাম!"অতঃপর সেনাপতির পানে চাহিয়া কহে,"আমাদের গতবারের মত প্রস্তুতিহীন অবস্থায় থাকিলে চলিবেনা,তাইনা সেনাপতি অর্জুন?"

শক্তমুখে হঠাৎ হাসি ফুটিয়া যায় সেনাপতির,কহে,"তাহারা যত চেষ্টাই করুক না কেন,শেষ জিত আমাদেরই হইবে।রাজামশাই,রানীমা..আপনারা আমার উপর যেই আস্থা রাখিয়াছেন,ইহার কোনরুপ অবমাননা করিবনা আমি।"

আপনারা আমার উপর যেই আস্থা রাখিয়াছেন,ইহার কোনরুপ অবমাননা করিবনা আমি।"

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
তলোয়ারী সৈন্যদল(Armed Force)[On Hold]Where stories live. Discover now