১.মহারাজ শিহিয়ক ও রাজপুত্রগণ

560 55 201
                                    

একদা দূর হিমালয় ছাড়াইয়া এক দেশ ছিল,নাম তার শোউলগড়।সেথায় বাস করিত মহারাজ শিহিয়ক। তাহার ছিল সাতটি সবেধন নীলমনি রাজপুত্র। কিন্তু রাজপুত্রদের স্বভাবের ফলে তাহাদের বিবাহ হইতেছিল না।দীর্ঘশ্বাসের মধ্য দিয়া তাহার দিনাতিপাত ঘটিতেছিল।

একদা দূর হিমালয় ছাড়াইয়া এক দেশ ছিল,নাম তার শোউলগড়।সেথায় বাস করিত মহারাজ শিহিয়ক। তাহার ছিল সাতটি সবেধন নীলমনি রাজপুত্র। কিন্তু রাজপুত্রদের স্বভাবের ফলে তাহাদের বিবাহ হইতেছিল না।দীর্ঘশ্বাসের মধ্য দিয়া তাহার দিনাতিপাত ঘটিতেছিল।

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

বড় রাজপুত্র সকজ্বীন আপনকে বড়ই ভালবাসিত। সমগ্র পৃথিবীজুড়ে ঢাকঢোল পিটাইয়া ইহা নিজকে সর্বোত্তম সুপুরুষ ঘোষনা দিয়াছিল। কোন সুকন্যা তাহাকে বিবাহপ্রস্তাব দিলে সে একটিই উত্তর দিতো," this is ridiculous!"

দ্বিতীয় রাজপুত্র চিনিলালের নামকরণের কারণ ছিল তাহার চিনির মত শ্বেত বর্ণ।লোকে তাহার বর্ণ লইয়া হাসাহাসি করিলেও উহা কাহাকেও পাত্তা দিত না। সারারাত শিকার করিত আর সারাদিন ঘুমাইয়া কাটাইয়া দিত। জিহ্বা দিয়া তীর মারিত আর একটি তীরে ইহা শত শত নর নারীকে একত্রে...

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

দ্বিতীয় রাজপুত্র চিনিলালের নামকরণের কারণ ছিল তাহার চিনির মত শ্বেত বর্ণ।লোকে তাহার বর্ণ লইয়া হাসাহাসি করিলেও উহা কাহাকেও পাত্তা দিত না। সারারাত শিকার করিত আর সারাদিন ঘুমাইয়া কাটাইয়া দিত। জিহ্বা দিয়া তীর মারিত আর একটি তীরে ইহা শত শত নর নারীকে একত্রে ফেলাইয়া দিত। কখনো তাহার শিকার আর রাজসম্পত্তি স্বর্ণহারগুলা লইয়া বাজারে তিনটি মোহরের বিনিময়ে বেঁচিয়া আসিত। কেউ বিবাহ করিতে চাইলে বলিত, "আমি জিনিয়াস জাং জাং ম্যান বুং বুং।" তাহার চোখের পানে চাহিলে অবশ্য ইহা মনুষ্য নাকি বেড়ালছানা তাহা লইয়া অপরিচিতজনেরা সহজেই বিভ্রান্ত হইত।

তলোয়ারী সৈন্যদল(Armed Force)[On Hold]Where stories live. Discover now