Must Read!

224 23 73
                                    

(না পড়লে কিন্তু সামনের গল্প কেউ
বুঝবেননা/বুঝবেনা,বলে দিলাম -_-,Skip at your own risk and this contains a lot of spoilers too ;)

First of all..it's not an update.

...and forgive me for the নিচের effy bts edit.

তো..যা বলতে এসেছিলাম,সেটা হল অনেকে যারা আমার সাথে বিভিন্ন social sites এ add আছে,chapter 6 (last chapter) নিয়ে তারা তাদের অনেকের অনেক confusion এর কথা আমায় জানায় যার মাঝে main confusion টা ছিল জুংগুবরের একটা dialogue নিয়ে,যখন সে mention করে তার মেজ মা স্বপ্নসকচিনিলালকে দেখার জন্য অস্থির হয়ে গেছে। so..here's the thing,মহারাজ শিহিয়কের মোট রানী চার জন

উপরের ছবিটায় (Yes,বইয়ের cover) মুকুটের রং যাদের একই,তারা সহদোর,অর্থাৎ brother from the same mother (lol),which means Jinkook এর মা একজন(বড়রানী),then Sope এর মা মেজ রানী,যিনি last chapter এ ছিলেন।তারপর আসে Minimoni এর পালা,তৃতীয় রানীর পুত্র তারা।সব...

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

উপরের ছবিটায় (Yes,বইয়ের cover) মুকুটের রং যাদের একই,তারা সহদোর,অর্থাৎ brother from the same mother (lol),which means Jinkook এর মা একজন(বড়রানী),then Sope এর মা মেজ রানী,যিনি last chapter এ ছিলেনতারপর আসে Minimoni এর পালা,তৃতীয় রানীর পুত্র তারাসবশেষে আসে V এর মা,যিনি সেই ভিনগ্রহী রানী (Chapter 1 এ তাকে mention করা হয়েছেতবে তিনি তেতেসুরের জন্মের পর নিজ গ্রহে ফিরে যানঅতঃপর,তেতেসুর বাকি রানীদের কাছেই বড় হয়তবে এখানে বয়সের sequence একই থাকবেঅর্থাৎ,
Jin→Suga→Hope→Joon→Jimin→V→Kook.ধরাই যায় সেই ভিনগ্রহী রানী চলে যাবার পর মহারাজ হয়তো ভেবেছিলেন বড়রানীর কোলেও বাকিরানীদের মত আরেকটি পুত্র তুলে দিলে হয়তো মন্দ হবেনা
অনেকে হয়তো এমন ভাবতে পারে,JinKook কেন সহদোর and same goes for Minimoni and Sope too.আমার এমন পরিকল্পনার কারণ,দেখা যায় এই duo গুলোতে কোনো না কোনো বৈশিষ্ট্য আছে,যেটি দু-ভায়ের মাঝে পুরোপুরি বিপরীতযেমন,JinKook এর মাঝে একজন eldest তো আরেকজন youngest.Minimoni এর ক্ষেত্রে আমি কী বলতে চাচ্ছি তা already অনেকে বুঝেও ফেলেছেNamjoon Tallest আর Jimin Shortest.আর Sope এর বেলায় Suga যতটাই চুপচাপ,Hope ততটাই Loud.আর সবশেষে V,তার কথা ছেড়েই দিলাম 😬।আমি জানি এই explanation টাও shitty but still,HEY I'M THE AUTHOR HERE!*coughs*Pardon 😇.

তলোয়ারী সৈন্যদল(Armed Force)[On Hold]Where stories live. Discover now