৩.চিনিলাল এর বিবাহ

246 26 59
                                    

কাটিয়া গেল কয়েকটি মাস।চিনিলালের বিবাহের দিনক্ষণ পাকা করিবার উদ্দেশ্যে মহারাজ পুনরায় ব্যাকুল হইয়া পড়িলেন।

বিবাহের ডামাডোল ফুরাইতেই রাজপুত্র চিনিলালের নিবাসে হাজির হইল সেজিনপন্ডিত।
রাজপুত্রনিম চিনিলালের কিম্ভুতকিমাকার বাতিক রহিয়াছিল। বাসস্থানে চাকরদের প্রবেশ নিষিদ্ধ। ঘরে ঢুকিবার মুখে বিভিন্ন অস্ত্রশস্ত্র ছড়াইয়া ছিটাইয়া রহিয়াছে। আরো রহিয়াছে একখানা পুরাতন জীর্ন হারমোনিয়াম আর বাটীভর্তি কাঁসার থালা, কিন্তু কোনরুপ উনুন দেখা যাইতেছে না। উনুন ব্যতীত কাঁসার থালার প্রয়োজন কি বুঝিতে সেজিনপন্ডিতের বেগ পাইতে হইল। কিন্তু ঘরের কোথাও রাজপুত্রনিমকে দেখা যাইতেছে না।
সেজিনপন্ডিত ডাকিয়া উঠিল," রাজপুত্রনিম। ওও রাজপুত্রনিম। কোথায় গিয়াছেন গো! মহারাজ পাঠাইয়াছেন আমাকে।"
খাটের পিছন হইতে বিড়ালের ম্যাও শুনা গেল। ভালমত শুনিলে বোঝা যায়, কোন মানবসন্তান বলিয়াছে, "অ্যাঁ?"

রাজপুত্রনিমের অবস্থান ঠাহর করিয়া সেজিনপন্ডিত কাঁসার বাসন ঠেলিয়া আসিবার চেষ্টা করিতেই বিড়ালের ম্যাও বাঘের গর্জনে পরিণত হইল। " আসিবিনা বলিতেছি খবরদার, আসিলে বুলতোরণে করিয়া দিব বলিয়া দিতেছি।"

বাসনকোসন ডিঙাইয়া আপাদমস্তক কালো পোশাকে আবৃত রাজপুত্রনিম বাহির হইয়া আসিল। কালো পোশাকের মধ্যিখানে তাহার স্বর্ণের চেইনখানা ঝলমল করিতেছে। এক মূহুর্তের জন্য তাহার দিকে নজর চলিয়া গেল সেজিনপন্ডিতের। বুঝিয়া পারিয়া রাজপুত্র চিনিলাল খেকিয়া উঠিল," খালি খালি দেখিতেছ কি? পছন্দ হইয়াছে? তিন মোহর বের করো দিকি বাপু।"
থতমত খাইয়া তিনটি মোহর বাহির করিয়া দিতেই তাহা লুফিয়া লইয়া চিনিলাল চেইনখানা পন্ডিতের মুখে ছুড়িয়া মারিল। " হইয়াছে আমার নতুন বাসন কিনিবার পয়সা হইয়াছে।"
কৌতুহলী পন্ডিত জিজ্ঞাসা করিল, " বাসনের কাজ কি রাজপুত্রনিম?"
" আহা, বুঝিতে পারিতেছ না? বিভিন্ন মাপের কাঁসার বাসন চাপড়াইলে বিভিন্ন মাপের আওয়াজ বাহির হয়। সব মিলাইয়া আমি বুলতোরনে করিয়া ফেলিতে পারি।"
চাপা শ্বাস ছাড়িল সেজিনপন্ডিত। "আজ্ঞে রাজপুত্রনিম, মহারাজ আমাকে আপনার নিকট এক কাজে পাঠাইয়াছেন। উনার ইচ্ছা আপনার পাণিগ্রহণ দেখিবার।"
খ্যাটখ্যাট করিয়া হাসিয়া উঠিল রাজপুত্র চিনিলাল। " বেশ আসিয়াছ আমার বিবাহ করাইতে? কিরুপ কন্যা আনিয়াছ শুনি? আমাকে দেখিয়াছ? আমার কর্মকান্ড দেখিয়া যদি কন্যা মামলা করিয়া দেয়? খরচ কি তুমি সামলাইবে হে?"
"আজ্ঞে আপনি আমার সহিত চলিয়া দেখুন।"
"চলিতে পারিব না। পালকি দিয়া লইয়া গেলে যাইতে পারি। কোথায় চলিতে হইবে শুনি?"
"আজ্ঞে আমাজনের গহীন অরণ্যে। সেথায় রহিয়াছে এক গোপন রাজ্য, উহারই রাজন প্রস্তাব পাঠাইয়াছেন।"
"তবে চল দেখি।" তাচ্ছিল্য করিয়া বলিল রাজপুত্র চিনিলাল।
পালকিতে করিয়া চিনিলাল জাহাজে উঠিল,সাথে তাহার কাসার থালা। জাহাজে সারাপথ পালকিতে শুইয়া রহিল, উঠিল না। পালকিতে করিয়াই তাহাকে বন্দরে নামানো হইল। খানাখন্দের পথে গাছ কাটিয়া কাটিয়া অগ্রে সেজিনপন্ডিত ও পরে রাজপুত্রনিমের পালকি চলিতে লাগিল।

তলোয়ারী সৈন্যদল(Armed Force)[On Hold]Where stories live. Discover now