বার্থডে বয়

2.5K 66 2
                                    

-মিমির ভিডিও বের হয়েছে !

মোবাইলে গেম খেলছিলাম । ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় একটা বেজে গেছে । ঘুমাতে এখনও বেশ খানিকটা দেরি আছে । ঢাকা শহরে এতো জলদি কেউ ঘুমায় নাকি । তাও সে যদি আবার হয় কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র । তার কত কাজ আর সেই কাজ শুরু হয় রাত ১২টা বাজার পর থেকেই । আমি যখন মোবাইল গেম খেলায় মত্ত্ব হয়ে আছি ঠিক তখনই সজিবের ফোন এসে হাজির । খেলার মধ্যে এমন ঝামেলা করলে মেজাজটা কার না খারাপ হয় ! বেটা একটু আগেই ফোন দিয়েছে । এখন আবার কি দরকার !

আমি মেজাজ খারাপ করে ফোন রিসিভ করলাম !

-কি আবার ?

-মিমির ভিডিও বের হয়েছে !

আমি যেন আকাশ থেকে পড়লাম । বলে কি এই ছোকড়া ! বললাম

-মানে কি ? কি বলছিস ? কখন ? কোথায় ?

-আরে ও নিজেই বের করেছে ! ফেসবুকে ।

আমার তখনই মনে বেটা এক কথা বলেছে অন্য ভাবে । এই হয় বেটার সমস্যা । কোন কথা কিভাবে বলতে হয় সেটা জানে না । আমি বললাম

-কি হয়েছে ভাল করে বল ?

না মানে ও একটু আগে ওর ওয়ালে একটা ভিডিও পোস্ট করেছে । সেখানে ও একজন কে উইশ করেছে । কেক কেটে গান গেয়ে !

আমি অনুভব করলাম যে আমার বুকের ভেতরে সুক্ষ একটা উত্তেজনা বয়ে গেল । কারন টা হচ্ছে আজকে আমার জন্মদিন । তবে আমার জন্মদিনে মিমি এমন করবে ? কি জানি !

আমি খানিকটা বিরক্ত হয়ে বললাম

-তুই না ? ভয় পাইয়ে দিয়েছিলি !

-আরে ভয় টয় বাদ দে । আমার তো মনে হয় ও তোকে উইশ করেছে ।

আমি সেই সম্ভাবনা বাদ দিয়ে বললাম

-আরে দুর ! কোন দুঃখে ও আমাকে উইশ করতে ভিডিও আপলোড দেবে । ক্লাস মেইট হিসাবে উইশ করতে গেলে আমার ইনবক্সে হয়তো হ্যাপি বার্থ ডে লিখতো । এর বেশি কিছু না ।

-না সত্যিই । আমার কেন জানি মনে হচ্ছে ও তোকেই উইশ করেছে ।

-করলে করেছে । এখন পেঁচাল পারিস না !

ভালবাসার অনু-গল্প সমগ্রWhere stories live. Discover now