সাইকেল

894 36 5
                                    

-একটা কথা বলি?

সুমন চুপচাপ খাচ্ছিলো। মিতুর কথা শুনে ওর দিকে তাকালো। তারপর বলল

-বল।

মিতু বলল

-গ্যারেজে যে লাল রংয়ের সাইকেলটা আছে ওটা কি তোমার?

-হ্যা। আগে যখন টিউশনি করতাম তখন চালাতাম। এখন আর সময় হয় না।

-ও।

মিতু চুপ করে রইলো। যদিও এটাই ওর আসল কথা না। মিতু আগে থেকেই জানতো যে লাল রংয়ের সাইকেলটা সুমনের। দারোয়ানের কাছে থেকে জেনেছে। এখন আসল কথাটা বলতে চাচ্ছে কিন্তু ঠিক ভরশা হচ্ছে না। আজকে কথাটা বলবে বলেই সুমনের পছন্দের বেগুনের ভর্তা বানিয়েছে। বেগুন ভর্তা দেখলেই সুমনের মন ভাল হয়ে যায়।

মিতুর চেহারা দেখে সুমন নিজেই বলল

-আরও কিছু বলবা?

-হু।

-কি?

মিতু আরও কিছুটা সময় চুপ করে তারপর বলল

-আমি যদি মাঝে মাঝে তোমার ঐ সাইকেলটা চালাই তাহলে কি তুমি রাগ করবে?

সুমন খানিকটা অবাক হয়ে বলল

-তুমি সাইকেল চালাতে পারো?

-হুম।

-আরে তাই নাকি? বেশ। তা আমি রাগ কেন করবো?

-না মানে আব্বা খুব রাগ করতো। জানো কি হয়েছিল ভাইয়াকে সাইকেল কিনে দিয়েছিল আমি সেটা লুকিয়ে লুকিয়ে চালানো শিখে ফেললাম। আব্বা যখন থাকতো না তখন চালাতাম। কিন্তু একদিন ঠিক ধরা পড়ে গেলাম। কি মাইর সেদিন খেলাম।

সুমন বলল

-কি? সত্যিই নাকি?

সুমনের মুখের ভাব দেখে মিতু হেসে ফেলল। তারপর বলল

-হ্যা। বাবা এইসব ব্যাপারে খুব কড়া।

-তারপর?

-তারপর আর কি? ভাইয়ার সাইকেল টা বাবা আর রাখলো না। বিক্রি করে দিল। আমারও আর সাইকেল চালানো হল না। তবে মাঝে মাঝে ঠিকই চালাতাম।

-তাহলে? যদি শ্বশুর মশাই দেখে ফেলে! তখন?

মিতু খানিকটা চিন্তার ভাব করে বলল

ভালবাসার অনু-গল্প সমগ্রWhere stories live. Discover now