জীবন দৃশ্য ০২

1.1K 30 0
                                    

যখন আমি আশা ছেড়ে দিলাম যে তৃষা আমার ফোন আর ধরবে না ঠিক সেই সময়েই ফোনটা রিসিভ হল । হ্যালো হ্যালো করলাম কয়েকবার । ওপাশ থেকে কোন আওয়াজ পেলাম না । তারপর আমাকে অবাক করে দিয়ে একটা পুরুষ কন্ঠ বলে উঠলো

-তুমি অপু ?

আমি খানিকটা বিশ্মিত হলাম । সম্ভবত ফোনটা তৃষার বাবা ধরেছে । আমি বললাম

-জি !

-একই সাথে পড় তোমরা ?

-না মানে ....

কি বলবো ঠিক বুঝলাম না । আমরা একই সাথে পড়ি না । এমন কি আমি তৃষার বন্ধুও না । কিন্তু ওর বাবাকে তো আর বলা যায় না যে শুনুন মশাই আমি আপনার মেয়ের প্রেমিক । যার সাথে সপ্তাহ খানেক আগে সে ব্রেকআপ করেছে কোন কারন ছাড়াই । এসব কথা তো আর বলাই যায় না । তৃষার আব্বু বলল

-ও আচ্ছা । তোমার সাথে কি তৃষার কিছু হয়েছে ?

-আসলে ওর কি হয়েছে বলবেন ? এক সপ্তাহ ধরে ও আমার সাথে যোগাযোগ করছে না । কেন করছে সেটাও আমাকে বলছে না । এর আগেও আমাদের মাঝে ঝগড়া হয়েছে কিন্তু এমন কোন দিন হয় নি । ওর কি হয়েছে বলবেন আমাকে প্লিজ !

ওপাশ থেকে কিছু সময় কোন কথা হল না । তারপর তৃষার আব্বু বলল

-ও তোমাকে কিছু বলে নি ?

-না কিছুই তো বলে নি ।

ওপাশ থেকে আবারও কয়েক মুহুর্ত চুপ করে রইলেন ভদ্রলোক । তারপর আস্তে আস্তে বললেন

-না মানে কয়েক বছর আগের ওর একটা সমস্যা ছিল ! ....

আমি বুঝতে পারলাম তৃষার আব্বু আসলে কোন সমস্যার কথা বলছে । তাই জলদি বলে উঠলাম

-হ্যা ওটা তো আমি জানি । কিন্তু ওটা তো ঠিক হয়ে গিয়েছিলো । তাই না ?

-হুম । কিন্তু ওটা আবার দেখা দিয়েছে ।

-এই জন্য ও আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে ? আমাকে একটা বার বলাও যায় নি ?

তৃষার আব্বু সেই প্রশ্নের জবাব দিল না । কিছু টা সময় চুপ করে থেকে বলল

-মেয়েটা কেমন যেন একা হয়ে গেছে । আমি অফিস ব্যবসা বাদ দিয়ে ওর পাশেই আছি ও আম্মু আছে তবুও একা একা হয়ে আছে । কারো সাথে কোন কথা বলছে না ।

ভালবাসার অনু-গল্প সমগ্রWhere stories live. Discover now