বুঁচি গার্লফ্রেন্ড

1.4K 33 9
                                    

মেয়েটি ভয়ে কাঁদতেও ভুলে গেছে । কেমন জড় হয়ে বসে আছে । কারো দিকে চোখ তুলে তাকাচ্ছেও না । অবশ্য তাকানোর মত আসেপাশে তেমন কেউ নেইও !
মেয়েটি একটা চেয়ারে চুপ করে বসে আছে । কোলের উপর একটা এক কেজি ওজনের আরডিএক্স সম্বলিতো বোমা ! বোমাটা থেকে এক গুচ্ছ তার বের হয়ে এসেছে যেটা মেয়েটার গলার সাথে পেঁচিয়ে আটকানো । অনেক টা ওয়ান টাইম ইউজ জয়েন্ট ক্লিপের মত । কিছুতেই খোলা সম্ভব না । তার কেটে মেয়েটাকে মুক্ত করতে হবে । কিন্তু কাঁটতে কিংবা ছিড়তে গেলে বোমা ফেটে যাবে । আগে বোমা রিফিউজ করতে হবে ।

আমি মেয়েটার সামনে বসতে বসতে বললাম
-কি খবর তোমার ?
একটু হাসার চেষ্টা করলাম ।
মেয়েটা খানিকটা অবাক চোখে আমার দিকে তাকালো । এমন অবস্থায় কেউ কুশল জিজ্ঞেস করতে পারে মনে মনে হয় ভাবে নি ।
মেয়েটিকে আরেকটু অবাক করে বললাম
-তোমার চেহারা অনেক টা আমার প্রাক্তন গার্লফ্রেন্ডের মত ! জানো ? তোমার হাসিটাও নিশ্চই ওর মত হবে ! একটু হাসো তো ?
মেয়েটি আরও খানিকটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলো ! কিছু বলল না !

আমি কিছুটা সময় বোমাটার দিকে তাকিয়ে রইলমা । এফটি৫৪৭ লেভেলের বোমা মনে হচ্ছে । এই টাইপের বোমা গুলো স্বাধারন রিফিউজ করা যায় না । টাইম সেট করা থাক্বে । সময় পার হলেই ফুট্টুস !

আমি বোমাটার গায়ে লাগানো ডিজিটাল ঘড়িটার দিকে তাকিয়ে দেখি ওটাতে এখনও ১৫ মিনিটের মত সময় আছে । তার মানে মেয়েটা আর ১৫ মিনিট বেঁচে থাকবে !
মেয়েটিও মনে হয় সেটা বুঝতে পেরেছে । ইতি মধ্যেই আসে পাশের সবাইকেই সরিয়ে নেওয়া হয়েছে । মেয়েটি কে একটি ঘরের ভিতর রাখা হয়েছে । যদিও বলা হচ্ছে বোম স্কোয়ার্ড আসছে কিন্তু তারা সময় আসতে পারবে না । তার আগেই বোমা ফুটে যাবে ।

মেয়েটি আমার দিকে তাকিয়ে বলল
-আমি মারা যাবো তাই না ?
-কে বলল তোমাকে ?
-আমি জানি ! আমার মনে হচ্ছে এই বোমা ফেটে এখনই আমি মারা যাবো ।
আমি কি বলবো ঠিক বুঝতে পারলাম না ।
মেয়েটি বলল
-জানেন, আমি না সারা জীবন একা একাই সব কিছু করেছি । বাবা মা ছিল না তো তাই ।
-বাবা মা ছিল না মানে ?
-বুদ্ধি হওয়ার পর থেকেই এতিমখানায় বড় হয়েছে । শুনেছি আমার বয়স যখন এক বছরের মত তখন নাকি আমাকে আমার মা ওখানে রেখে গিয়েছিল ।

ভালবাসার অনু-গল্প সমগ্রWhere stories live. Discover now