বাংলা কবিতা: কর্তন

4 0 0
                                    

===কর্তন===
============

ঝোড়োমেঘ
(সিক্তা বিশ্বাস)
২০/১/২১
হায়দ্রাবাদ

খণ্ডে খণ্ডে বিভাজন
ঐক্যতার হয় কর্তন,
যৌথ পরিবার খণ্ডিত
অনুতে সে রূপান্তরিত।

সপরিবারে  হৈ-হুল্লোড়
কচিকাঁচাদের ঝাপ-দৌঁড়,
মুখরিত আনন্দডোর
মনোগ্রাহী আড্ডা-বাসর।

অনুতে যে মুষ্টিমেয়
যৌথতে সে অমেয়,
অনুর ক্ষীণ অনুধ্বনি
অট্টনাদ যৌথ প্রতিধ্বনি।

অপহৃত সেই ঐতিহ্য
মুখরিত গুঞ্জন মূর্ছিত!
স্বার্থান্বেষী রূঢ় বিদারণ
ভবিষ্য একাকীত্ব আহরণ।

        *********

ঝড়োমেঘ সংকলন Where stories live. Discover now