একটু লেহাজ কর !

11 0 0
                                    

একটু লেহাজ কর!
~~~~~~~~~~~
ঝোড়োমেঘ
১৭/০৫/২০১৯
হায়দ্রাবাদ।

নামতে নামতে কোথায় নামছো!?
নামার কি আর আছে শেষ!
আকাশপানে  ফেলছো থুতু!
নিজের মুখেই ছুড়ছো বেশ!
বাংলা মায়ের সুসন্তান
এই কি তোমাদের অবস্থান!
শিখেছো বুলি শিরটি তুলি
বলছো কথা ভুলছো ব্যথা
রয়েছ বুকে  পরম সুখে!
অতি আদরের নষ্টাচার
তাই কি এমন অপব্যবহার!?
ঘটা করে একুশ-বাহার
ভাঙছো মূর্তি জনকেই তাঁর!
ধিক্ তোমাদের রঙ-বাহার!
একের পর এক ভাঙছো স্টেচু
জাতি হিসেবে শির হচ্ছে নীচু!
নীতিহীন তাড়ণার রাজনীতি
দুদিনের নোংরা দল প্রীতি!
কতো এলো কতো গেলো
দু-চার অসার পড়ে রইল!
ভিত নড়ানোর বাহাদুরি
তাতেও  ঘৃণ্য কেদ্দারি!
কতো বাহারের ছল চাতুরী
ভোট হাতানোর জারিজুরি!
থাকতে যদি কর্মেব্রতী
অপকর্মে হতো না মতি!
দুদিনের জন্যে বাঁচতে চাও
তাইতো ওমন পথ হাতাও!
তারপরেও বুক হাঁকাও!
ধিক্ তোমাদের!
কি করে যে মুখ দেখাও!

           ********

ঝড়োমেঘ সংকলন Where stories live. Discover now